
Home নড়াইল জেলা / Narail District > বাশগ্রাম বিষ্ণুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৩২)
এই পৃষ্ঠাটি মোট 99692 বার পড়া হয়েছে
বাশগ্রাম বিষ্ণুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৩২)
নড়াইল উপজেলার নড়াইল কালিয়া সড়কের পার্শ্ববর্তী বাশগ্রামের ঘন সবুজ বনবৃক্ষের মনোরম পরিবেশে ২.৫২ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট পাকা ও আধা পাকা ভবন, ৪ কক্ষ বিশিষ্ট ঘর নিয়ে অবস্থিত বিদ্যালয়টি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু সুবোধ চন্দ্র ঘোষ নড়াইল উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন।
যখন এই এলাকার জনগণের মধ্যে শিক্ষার আলোর প্রসারতা লাভ করেনি এ রকম এক সময়ে জনসাধারণের মাঝে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার লক্ষ্যে এম. ই স্কুল (মধ্য ইংরেজী) হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন শিক্ষক বাবু সুবোধ চন্দ্র ঘোষ। ১৯৩৭ সালে বিদ্যালয়টি উচ্চ ইংরেজী বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকা বাসীদের অবদান অপরিসীম। বিদ্যালয়টি নড়াইল উপজেলার একটি প্রাচীনতম বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত