
Home নড়াইল জেলা / Narail District > মালিয়াট দ্বি-মুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৩৫)
এই পৃষ্ঠাটি মোট 99724 বার পড়া হয়েছে
মালিয়াট দ্বি-মুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৩৫)
এগারখানের একটি গ্রাম মালিয়াট। এই গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত মালিয়াট দ্বিমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৩৫ খৃষ্টাব্দে কলকাতা ব্রাহ্ম সমাজের নেত্রীস্থানীয় ব্যক্তি প্রাণকৃষ্ণ আচার্য প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি স্বল্প জমির উপর কয়েক কক্ষ বিশিষ্ট পাকা ঘর ও ১টি মনোরম কাঠের দোতালা ঘর নিয়ে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হরিনারায়ন গাঙ্গুলী।
১৯৩৫ সালে একটি সাধারণ গৃহে এম, ই (মধ্য ইংরাজী) স্কুল হিসাবে প্রতিষ্ঠানটির সূত্রপাত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে এর উন্নয়ন সাধিত হয় কোলকাতার ব্রহ্ম সমাজ কর্তৃক। এর পরবর্তী পর্যায়ে এলাকাবাসীদের ব্যাপক প্রচেষ্টায় বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক এবং পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এগারখানের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত