
Home নড়াইল জেলা / Narail District > নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় (১৯০৩)
এই পৃষ্ঠাটি মোট 100006 বার পড়া হয়েছে
নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় (১৯০৩)
১৯০৩ সালের ১৫ ই জানুয়ারী প্রখ্যাত আইনজীবি স্বর্গীয় গুরুদাস ভট্টাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত আজকের নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের আদি নাম “নড়াইল উচ্চ ইংরেজী স্কুল”। পরবর্তিতে এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় “নড়াইল সাবডিভিশনাল মডেল হাই স্কুল”। আর সরকারী পর্যায়ে উন্নীত হওয়ার আগে এর নাম ছিল “নড়াইল সাবডিভিশনাল মালটিম্যাটারেল হাই স্কুল”। অফিসে সংরক্ষিত কাগজ পত্র থেকে এটুকুই জানা যায় যে, নড়াইল “মহকুমার” মর্যাদা পেলেও এখানে তেমন কোন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখান থেকে স্বল্প দূরে নড়াইলের প্রবল প্রতাপশালী জমিদার বাবুদের সৌজন্যে প্রতিষ্ঠিত হয়েছিল নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুলটি। জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষায়তনে সকলের পক্ষে শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় জনমনে যে হতাশার সৃষ্টি হয়েছিল তা দূরীকরণের লক্ষ্যে তৎকালীন স্বল্প সংখ্যক শিক্ষিত ব্যক্তির নিরলস প্রচেষ্টায় জমিদার প্রভাব মুক্ত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল “নড়াইল হাই ইংলিশ স্কুল” বা এখনকার “নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়”। বিদ্যালয়টি প্রথম হতেই উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে স্থায়ীভাবে সরকার স্বীকৃতি প্রাপ্ত। ১৯৬৮ সালের ১ মে তারিখে তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকার তৎকালীন নড়াইল সাবডিভিশনাল মাল্টিল্যাটারাল মডেল হাই স্কুলের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সরকারী নিয়মে যথারীতি আজ পর্যন্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সুষ্ঠুভাবে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
৮ একর ১৫ শতক জমির উপর অবস্থিত বিদ্যালয়টির তিনটি দ্বিতল ইমারত রয়েছে। এছাড়াও একটি জীববিদ্যা ভবন, প্রধান শিক্ষকের বাস ভবন, একটি হিন্দু ছাত্রাবাস, শিক্ষকদের বাসগৃহ, একটি ব্যায়ামাগার ও একটি শিক্ষক মিলনায়তন।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত