
Home নড়াইল জেলা / Narail District > রূপগঞ্জ শিব শংকর উচ্চ বলিকা বিদ্যালয় (১৮৮৬)
এই পৃষ্ঠাটি মোট 99989 বার পড়া হয়েছে
রূপগঞ্জ শিব শংকর উচ্চ বলিকা বিদ্যালয় (১৮৮৬)
১৮৮৬ সালে নড়াইলের প্রখ্যাত জমিদার শিবশংকর রায় কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বৃহত্তর যশোর জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি জমিদার শিব শংকর রায়ের দীঘির পাড়ে একটি কাঁচা ঘরে প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠত হয়। ঝড়ে উক্ত গৃহটি ভেঙ্গে গেলে সাময়িকভাবে জরিদারদের চান্ডিমন্ডপে শ্রেণী কার্যক্রম চলতে থাকে। শিবশংকর রায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বর্তমান স্থানে বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন স্থাপন করা হয়। পরবর্তীতে এটিকে এম. ই (মধ্য ইংরেজী) বালিকা বিদ্যালয়ে উন্নীত করা হয় এবং দীর্ঘদিন পর ১৯৬৯ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নিত হয়ে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। এই সময় বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “রূপগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়” নামকরণ করা হয়। পরবর্তীতে বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখেন নিতাই বসু, শ্রী সচীন বিশ্বাস, শ্রী সন্তোষ ঘোষ, মোঃ দুদু মিয়া, মোঃ আলতাফ হোসেন, মোঃ হাফিজ, শ্রী বিষ্ণু ভৌমিক, অবিনাস ভদ্র ও কিছু সরকারী কর্মকর্তা। ৭.৪৩ একর জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে বিজ্ঞানাগারসহ বেশ কয়েকটি পাকা ও আধা পাকা ভবন আছে। প্রাচীন এই বিদ্যালয়টি বহু উত্থান ও পতনের মধ্যে দিয়ে আজ ও তার প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত