
Home নড়াইল জেলা / Narail District > ইতনা মাধ্যমিক বিদ্যালয় (দ্বি-মুখি) (১৯০০)
এই পৃষ্ঠাটি মোট 99742 বার পড়া হয়েছে
ইতনা মাধ্যমিক বিদ্যালয় (দ্বি-মুখি) (১৯০০)
ইতনা মাধ্যমিক বিদ্যালয়টি এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ঐ সালেই বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির একক কোন প্রতিষ্ঠাতার পরিচয় পাওয়া যায় না। সম্মিলিত জনগনের প্রচেষ্টার ফসল এই শিক্ষা নিকেতনটি আজও অত্যান্ত গৌরবের সংগে এলাকায় শিক্ষার আলো প্রসারের লক্ষ্যে নিয়োজিত রয়েছে। ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত বহু খ্যাতিমান ব্যক্তি এখান থেকে শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১০ বিঘা জমির উপর বহুকক্ষ বিশিষ্ট পাকা একতলা ভবন, কয়েক কক্ষ বিশিষ্ট আধা পাকা ভবন, পাকা বিজ্ঞানাগার ও প্রধান শিক্ষকের বাসগৃহ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত