
Home নড়াইল জেলা / Narail District > লোহাগড়া লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৯)
এই পৃষ্ঠাটি মোট 99741 বার পড়া হয়েছে
লোহাগড়া লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৯)
নবগঙ্গা নদীর তীরে, পত্র পল্লব শোভিত মনমাতানো এক নৈসর্গিক পরিবেশে ১৯৫৯ খৃষ্টাব্দে লক্ষীপাশার প্রাক্তন সার্কেল অফিসার আব্দুল মজিদ খান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২.৫৮ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও ২ কক্ষ বিশিষ্টি সেমিপাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক মোঃ রকিব উদ্দীন লস্কর (বি,এ)।
এলাকার নারী সমাজের মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবার লক্ষ্যে ১৯৫৯ সালে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির আত্মপ্রকাশ ঘটে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে আঃ মজিদ খানের সাথে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান বিশেষভাবে স্মরনীয় তারা হলেন, বাবু হরিদাস ভট্টাচার্য, সৈয়দ বেলায়েত আলী, অমিও কান্তি মজুমদার, মোঃ রকিব উদ্দীন লস্কর, মিসেস আঞ্জুমান আরা বেগম প্রমূখ। বিদ্যালয়টি ১৯৬০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে সরকারী অনুমোদন লাভ করে। পরবর্তীতে দীর্ঘদিন পর ১৯৭৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত হয়। বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণ ও এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে অগ্রনী ভূমিকা পালন করেছেন তারা হলেন, এ্যাডভোকেট মোঃ ওসমান আঃ সালাম তালুকদার, আঃ মোতালেব সরদার ও প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন। বিদ্যালয়টি এই উপজেলার নারী শিক্ষার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত