
Home নড়াইল জেলা / Narail District > লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় (১৮৮৯)
এই পৃষ্ঠাটি মোট 99846 বার পড়া হয়েছে
লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় (১৮৮৯)
উপজেলা পরিষদের অনতিদূরে কোলাহল মুক্ত অত্যন্ত মনোরম পরিবেশে লোহাগড়ার কাশীপুর গ্রামের ধনাট্য ও বিদ্যানুরাগী ব্যক্তি স্বর্গীয় দুর্গাচরন চ্যাটার্জী ১৮৮৯ সালে স্বনামে ডি, সি ইনস্টিটিউশন নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ৬.০৩ একর জমির উপর একতলা দালান ও পাকা দেওয়াল বিশিষ্ট টিনের ছাউনির ৯ কক্ষ সহ একটি মসজিদ গৃহ নিয়ে দাঁড়িয়ে আছে।
দেশ বিভাগের কারণে বিদ্যালয়টি ক্ষীনদশায় পরিনত হয় এবং ১৯৫৫ সালে অচল হয়ে পড়ে। ১৯৫৮ সালে বিদ্যালয়টি বালিকা বিদ্যালয় হিসাবে পুনরায় চালু হয়। অতঃপর ১৯৬৬ সালে স্থানীয় স্বনামধন্য এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক বিদ্যালয়টিকে পুনরায় বালক বিদ্যালয়ে রূপান্তরিত করেন। ১৯৬৭ সালে বিদ্যালয়টির পূর্বের নামকে বিসর্জন দিয়ে নতুন নামকরণ করা হয় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৬৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত