
Home নড়াইল জেলা / Narail District > নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসুন্দলী উচ্চ বিদ্যালয় (১৯১৬)
এই পৃষ্ঠাটি মোট 99760 বার পড়া হয়েছে
নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসুন্দলী উচ্চ বিদ্যালয় (১৯১৬)
নলদির জমিদার উমাচরণ ঘোষ তার মাতা শ্যামা সুন্দরীর নামে ১৯১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৪.৯৯ একর জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা, ৩ কক্ষ বিশিষ্টি পাকা একতলা ভবনসহ পাকা মসজিদ ও পুকুর রয়েছে।
বিদ্যালয়টি ১৯২০ সালে এইচ, ই (উচ্চ ইংরাজী) বিদ্যালয় হিসাবে প্রথম সরকারী অনুমোদন লাভ করে। ব্রাহ্মনডাঙ্গার বরদাকান্ত চট্টোপাধ্যায় তার সহযোগী হিসাবে বিদ্যালয়ের জন্য নগদ পাঁচ শত টাকা দান করেন। ব্যারিষ্টার হেমচন্দ্র ঘোষ, বিরন চন্দ্র ঘোষ, নির্মলচন্দ্র ঘোষ এই তিন উদার ব্যক্তি বিদ্যালয়টির জন্য জমি দান করেন। ব্রাহ্মনডাঙ্গার অধিবাসী ও পুনিয়া জেলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক পেয়ারী মোহন চ্যাটার্জী এই বিদ্যালয়ের সম্পাদক থাকাকালীন যথেষ্ট অবাদন রাখেন। সৈয়দ নুরুল হকের সময় বিদ্যালয়ের নতুন পাকা ভবন ও পাকা মসজিদটি নির্মিত হয়। এই ভাবে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় বিদ্যালয়টি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত