
Home নড়াইল জেলা / Narail District > সি, এম, ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) (১৯৫১)
এই পৃষ্ঠাটি মোট 99765 বার পড়া হয়েছে
সি, এম, ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) (১৯৫১)
কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও বিদ্যানুরাগী ব্যক্তি মরহুম আফছার উদ্দীন মোল্লা ১৯৫১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৩.০৪ একর জমির উপর কয়েকটি কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৪৭ সালে ইংরেজরা এদেশ থেকে বিদায় নেওয়ার সময় এই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এই সময় এই এলাকায় প্রথমে একটি জুনিয়র হাই মাদ্রাসা চালু করা হয়। পরে পার্শ্ববর্তী গ্রামেও একটা জুনিয়র স্কুল গড়ে উঠে। মরহুম আফসার উদ্দিন মোল্লা উক্ত শিক্ষা প্রতিষ্ঠান দুটোকে একত্রিত করে বৃহত্তর যশোর জেলার দক্ষিণ পূর্ব প্রাপ্তে, খুলনা, যশোর ও ফরিদপুরের মিলন স্থলে মধুমতি আঠারবাকি নদীর সংগম স্থলের অদূরে, বর্তমান নড়াইল জেলার কালিয়া উপ-জেলাধীন নৈসির্গক সৌন্দর্য্য মন্ডিত বাগুডাঙ্গা গ্রামের দক্ষিণ পার্শ্বে সি, এম, বি ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেন। ১৯৫১ সালে প্রতিষ্ঠাতা আফসার উদ্দিন বিদ্যালয়টির গৃহ নির্মাণের জন্য ব্যাপক অর্থ ব্যয় করেন। বিদ্যালয়টির অবস্থান ভৌগলিক দিক দিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এখানে কয়েকটি অঞ্চলের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ ঘটছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল