
Home নড়াইল জেলা / Narail District > ফজিলাতুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়, বড়দিয়া (১৯৭২)
এই পৃষ্ঠাটি মোট 99986 বার পড়া হয়েছে
ফজিলাতুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়, বড়দিয়া (১৯৭২)
বড়দিয়া নদী বন্দরের নিকটবর্তী এলাকায় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি বর্গের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১.৯০ একর জমির উপর ১৩ কক্ষের পাকা ও আধাপাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস, এম, আলাউদ্দীন। যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম মমিনউদ্দীন মুন্সী, বাবু জামিনী রঞ্জন রায়, ডাঃ শামছুল হক, বাবু অমূল্য রতন মজুমদার, মরহুম খাঁন আব্দুল হাই, মোঃ জয়নাল আবেদীন চৌধুরী, মোঃ মাহবুবুল হক খন্দকার, মোল্ল্যা আঃ ছাত্তার, মুন্সী লাল মিয়া ও প্রাক্তন সংসদ সদস্য সাঈদ আলী খাঁন।
বিদ্যালয়টি ১৯৭৫ সালে মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। কিন্তু বিদ্যালয়টি দীর্ঘদিন চলার পর ১৯৮০ সালে এর শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৮৫ সালে বিদ্যালয়টিকে আবার পুর্ণমাত্রায় চালু করা হয়। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন নড়াইলের তৎকালীন জেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ আতিয়ার রহমান, তৎকালীন জেলা প্রশাসক, আঃ লতিফ, খাঁন আব্দুল মতিন ও বর্তমান কালিয়া উপজেলা চেয়ারম্যান মুন্সী লাল মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত