
Home নড়াইল জেলা / Narail District > কলাবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩১)
এই পৃষ্ঠাটি মোট 99704 বার পড়া হয়েছে
কলাবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩১)
কলাবাড়িয়া একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন গ্রাম। গ্রামটির প্রাচীন নাম ছিলো কেলাবাড়ি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে গ্রামটির নাম কলাবাড়িয়া লেখা হয়। উনবিংশ শতাব্দীর শেষার্ধে মোয়াজ্জম মোল্যার শিক্ষাকতায় দশানি মোল্যাপাড়ায় একটি পাঠশালা স্থাপিত হয়। এই সময়ের কিছু পরে স্থানীয় লোকদের আন্তরিকতায় বর্তমান কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ দিকে একটি জুনিয়ার স্কুল প্রতিষ্ঠা করা হয় ১৯০৭ সালে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষকতার জন্য অবদান রাখেন আবদুল হক মিয়া। তার সহশিক্ষক ছিলেন রায়পুর গ্রামের গঙ্গাচরণ ঠাকুর। এই জুনিয়র স্কুলের ওপর নির্ভর করে ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় কলাবাড়িয়া ইংরেজি উচ্চ বিদ্যালয়। পরে এটির নাম হয় কলাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
এই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত নলিয়া নদীর পূর্বতীরে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ৩.৩০ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট ২টি পাকা ভবন, ১ কক্ষ বিশিষ্ট ভবন ও ৩ কক্ষ বিশিষ্ট ২টি টিন সেডের কাঁচা ঘর নিয়ে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৩১ সালে মুসলমান অধ্যুষিত কলাবাড়িয়া গ্রাম তথা দক্ষিণ-পশ্চিম বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে মৌলভী মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে স্থানীয় মানুষ উচ্চ ইংরেজি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কলাবাড়িয়ার বিদ্যানুরাগী ব্যক্তি মৌলভী মোঃ ইসমাইল হোসেন তখন কলিকাতা কর্পোরেশনের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মানিকগঞ্জের এস. এম. মতিয়ার রহমান এমএ,এলএলবি। পরে তিনি ঢাকা হাই কোর্টের খ্যাতিমান আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।
প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে একটি টিনের ঘরে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়টির শ্রেণি কার্যক্রম চলতে থাকে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের ক্ষেত্রে যাদের অবদান স্মরণীয় তারা হলেন, আছির উদ্দিন শেখ, আব্দুর সামাদ শেখ, আব্দুল গণি শেখ, আব্দুর রহমান তালুকদার, আবদুল গণি মোল্যা, আবদুস সামাদ মোল্যা, মুহম্মদ দবিরউদ্দিন ওরফে দুদু মিয়া, নুরুল হক মিয়া, মদন শেখ প্রমুখ। বিদ্যালয়টি এই এলাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত