
Home নড়াইল জেলা / Narail District > কালিয়া পাইলট পি, সি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯১১)
এই পৃষ্ঠাটি মোট 99697 বার পড়া হয়েছে
কালিয়া পাইলট পি, সি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯১১)
কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় ১৯১১ সালে এম. ই. স্কুল (মধ্য ইংরেজী বালিকা বিদ্যালয়) হিসাবে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২.৫৬ একর জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে ৯ কক্ষ বিশিষ্ট পাকা ও আধা পাকা ভবন আছে। প্রথম প্রধান শিক্ষক স্বর্গীয় হিমাংশু কুমার ঘোষ।
বিদ্যালয়টি প্যারিশংকরের (পি, এস) নামে নামকরণ করা হলেও কে এই প্যারিশংকর সে সম্পর্কে সঠিক কোন ইতিহাস পাওয়া যায় না। বিদ্যালয়টি সুদীর্ঘ দিন এম. ই স্কুল হিসাবে চলার পর পরবর্তীতে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। অতপরঃ বিদ্যালয়টি ১৯৭৭ সালে মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তৎকালীন প্রধান শিক্ষক মোঃ আজমল হোসেন ও এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে গৌরবময় ভূমিকা পালন করে চলেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত