
Home নড়াইল জেলা / Narail District > কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৮৬৫)
এই পৃষ্ঠাটি মোট 99731 বার পড়া হয়েছে
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৮৬৫)
কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে, নবগঙ্গা নদীর পূর্ব তীরে শ্যামল প্রান্তরে ১৮৬৫ খৃষ্টাব্দে বাবু গিরিধর সেন নামে একজন বিদ্যোৎসাহী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বাবু গিরিধর সেন খুলনার সেনহাটি থেকে কালিয়া আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করেন। জনশ্রুত যে, বাবু গিরিধর সেন লক্ষণ সেনের বংশধর ছিলেন। ৩.২৪ একর জমির উপর অবস্থিত উত্তর এবং পূর্ব দিকে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত বিদ্যালয়টিতে মোট ২০ কক্ষ বিশিষ্ট পাকা ভবন আছে।
১৮৬৫ সালে যখন সমগ্র কালিয়া এলাকার জনগণ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল এরকম এক সময়ে এলাবাসীদের মধ্যে জ্ঞানের আলো সঞ্চারের লক্ষ্যে বাবু গিরিধর সেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম পর্যায়ে একটি সাধারণ গৃহে অল্পসংখ্যক ছাত্র নিয়ে উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে এখানে পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি নদীর ভাঙ্গনে বেশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে সরকারী সাহায্যে বিদ্যালয়টি সে ক্ষতিকে কাটিয়ে উঠে ব্যাপক উন্নতি করতে সক্ষম হয়। বিদ্যালয়টি কালিয়া উপজেলার একটি প্রাচীনতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আজও তার গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত