
Home নড়াইল জেলা / Narail District > শাহবাগ ইউনাইটেড একাডেমী (১৯৫৮)
এই পৃষ্ঠাটি মোট 99804 বার পড়া হয়েছে
শাহবাগ ইউনাইটেড একাডেমী (১৯৫৮)
কালিয়া সড়কের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর নিকটবর্তী এলাকায় পল্লীর এক মনোরম পরিবেশে ১.৫০ একর জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট ৪টি পাকা ও আধাপাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। পল্লীর ছেলেমেয়েদের মধ্যে জ্ঞানের আলো বিস্তারের লক্ষ্যে ১৯৫৮ সালে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রধান শিক্ষক এস, এম, আবুল হাশেম (বি, এ)।
প্রথম পর্যায়ে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি অল্প সময়ের মধ্যে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। ১৯৬০ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। নদীর নিকটবর্তী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় কয়েকবার বিদ্যালয়টি নদীর ভাঙণে ক্ষতিগ্রস্থ হয় এবং ভাঙ্গণের কারণে বিদ্যালয়টির কয়েকবার স্থান পরিবর্তন করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান উল্লেখযোগ্য তারা হলেন, আলহাজ্জ্ব আব্দুল মালেক, বাবু নারায়ণ চন্দ্র সাহা, শেখ খেলাফত হোসেন, বাবু বীরেন্দ্র নাথ সাহা, মোঃ সলেমান মোল্যা, রাজেন্দ্রনাথ সাহা, শেখ আবদুল হক, শেখ মোঃ আবুল খায়ের এবং আলহাজ্জ্ব আবদুল হাকিম মন্ডল প্রমুখ। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞান লাভের একটি আদর্শ বিদ্যাপিঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত