
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৮)
এই পৃষ্ঠাটি মোট 17725 বার পড়া হয়েছে
ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৮)
হরিনাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ১.৬২ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও টিন শেডের কয়েকটি কক্ষ আছে নিয়ে ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। এই এলাকার নিরক্ষর জনসাধারণের মাঝে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র সাহা। তাকে ব্যপকভাবে সাহায্য করেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৯৩৮ সালে বিদ্যালয়টি মধ্য ইংরেজী স্কুল হিসাবে একটি সাধারণ গৃহে তার শ্রেণী কার্যক্রম শুরু করে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিদ্যালয়টি ব্যাপক সমস্যার সম্মুখিন হয়। স্থানীয় বিদ্যানুরাগিদের প্রচেষ্টায় বিদ্যালয়টি এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং ১৯৬৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি সুদীর্ঘ দিন পর ১৯৮৬ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং যশোর শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি পল্লীকেন্দ্রিক পল্লীর সাধারণ জনগোষ্ঠির শিক্ষা প্রদানের অনুপম প্রদীপ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল