
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 17473 বার পড়া হয়েছে
রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
যশোর-ঢাকা সড়কের পাশ্ববর্র্তী খোলা মাঠের মধ্যে এক মনোরম পরিবেশে ৬ একর জমির উপর ১১ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। ১৯৭৩ সালে এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম প্রধান শিক্ষক মোঃ মনিরুউজ্জামান মুকুল।
স্বাধীনতা উত্তরকালে এলাকার শিক্ষার প্রসারতা অনুভব করে কতিপয় বিদ্যাৎসাহী ব্যক্তি মোঃ সোরোয়ারের অর্থ আনুকুল্যে তারই পিতার নামে নামকরণ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি পায়। প্রথম পর্যায়ে একটি সাধারণ গৃহে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়, কিন্তু এলাকাবাসীর সাহায্য পুষ্ট হয়ে বিদ্যালয়টি আজ এক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত