
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয় (১৮৯৯)
এই পৃষ্ঠাটি মোট 17653 বার পড়া হয়েছে
কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয় (১৮৯৯)
কোটচাঁদপুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। এই শহরের পার্শ্ব দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদ। এই নদের পূর্ব তীরে অবস্থিত কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয়টি। ১৮৯৯ সালে প্রায়ত তারিণী চন্দ্র ঘোষ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাকে ব্যাপকভাবে সাহায্য করেন অটল বিহারী দাস ও এলাকার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ। ১৯০৯ সালে বিদ্যালয়টি উচ্চ ইংরাজী বিদ্যালয় হিসেবে সরকার কর্তৃক স্থায়ীভাবে অনুমোদন লাভ করে। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম পুরাতন ভবনটিতে পরিচালিত হওয়ার পর ব্যাপক ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরাতন ভবনটিতে স্থান সংকুলান না হওয়ায় ১৯৫৯ সালে বিদ্যালয়টিকে স্কটল্যান্ডস্থ কুঠিয়াল লর্ড ম্যাকলিউডের বাস ভবনে স্থানন্তরিত করা হয়। বিদ্যালয়টি এখন ঐ ভবনেই তার শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ১১ একর ৩৪ শতক জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট পাকা একতলা ভবন, একটা মিলনায়তন, ১৪ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নিয়ে আবস্থিত। বিদ্যালয়টিতে পুরাতন গ্রন্থ সমৃদ্ধ একটি পাঠাগার আছে। বিদ্যালয়টিতে বহু প্রবীন শিক্ষকগণ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যশষী হয়েছেন। তাদের মধ্যে বিশেষ স্মরনীয় বাবু হরিদাস কাঞ্চিলাল, (বি,এ,) বাবু ধীরেন্দ্রনাথ (এম,এ), বাবু রাজেন্দ্রনাথ দাস (বি, এ,বি,টি,) মৌলভী আবদুল লতিফ। বিদ্যালয়টি কোটচাঁদপুর উপজেলার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী আদশ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল