
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > আসাননগর কুল্যাগাছা উচ্চ বিদ্যালয় (১৯৬৬)
এই পৃষ্ঠাটি মোট 17741 বার পড়া হয়েছে
আসাননগর কুল্যাগাছা উচ্চ বিদ্যালয় (১৯৬৬)
বিদ্যালয়টি ১৯৬৬ সালে পার্শ্ববর্তী দু’টি গ্রাম আসাননগর এবং কুলাগাছা এর সমাজসেবী বৃন্দ একত্রিত হয়ে এই অজপাড়াগায়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। খড়ের ঘরে তার যাত্রা শুরু। প্রথম দিকে এর আসবাবপত্র গুলিও ছিল বাঁশের তৈরি। ছাত্র সংখ্যা ছিল ৭/৮জন। স্বাধীনতা যুদ্ধে বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৫ সালে বিদ্যালয়টি নিন্মমাধ্যমিক বিদ্যালয় হতে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। প্রাক্তন ইউ,পি, চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এবং কোটচাঁদপুর উপজেলার প্রথম র্নিবাহী কর্মকর্তা আবু মোহাম্মদ আবদুল্লাহ এর প্রচেষ্টায় সর্ব প্রথম এখানে একটি দালান ঘর নির্মিত হয় এবং পর্যায়ক্রমে আরও কয়েকটি ঘর ও আসবাবপত্র নির্মাণের ফলে বিদ্যালয়টির ব্যাপক উন্নতি হয়। বর্তমানে ১.৫৪ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টি এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষালাভের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল