
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > এলাংগী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 17743 বার পড়া হয়েছে
এলাংগী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
কালীগঞ্জ এবং কোটচাঁদপুর, সড়কের মধ্যবর্তী এলাকায় এক মনোরম পরিবেশে ১.৫০ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও ৪ কক্ষ বিশিষ্ট টিন শেড নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি মরহুম মফেজ উদ্দীন এর জ্যৈষ্ঠ পুত্র মরহুম রায়হান মিয়া (প্রাক্তন ইউ,পি চেয়ারম্যান) ও তার ভ্রতাগণ কর্তৃক ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম ৬ষ্ঠ শ্রেণী থেকে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে দশম শ্রেণীতে উন্নীত হয়। উপজেলা গঠিত হবার পর উপজেলা পরিষদ থেকেও বিদ্যালয়টিকে বেশ বিছু অর্থ সাহায্য করা হয়। এছাড়াও বিদ্যালয়টি রাষ্ট্রপতির অনুদান লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি গ্রাম বাংলার ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে গ্রামবাসীদের অবদানও যথেষ্ট এবং সাবেক চেয়ারম্যান (ইউ,পি) মশিয়ার রহমানও বিদ্যালয়টির উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৯৭৫ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল