
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 17883 বার পড়া হয়েছে
খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
মহেশপুর উপজেলার কালিগঞ্জ জীবন নগর সড়কের দক্ষিণ পার্শ্বে খালিশপুর বাজারের অদূরে এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। তৎকালীন জমিদারের কর্মচারীদের এবং এলাকার জন-সাধারণের ছেলেমেয়েদের স্বল্প পরিসরে জ্ঞানদানের লক্ষ্যে মধ্য ইংরেজী (এম,ই) স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই সময় স্কুলের যাবতীয় খরচ জমিদার বাবু বহন করতেন। পরবর্তীতে বিদ্যালয়টি জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত (এম.ই) স্কুলের পুরাতন ভবনটি পরিত্যাগ করে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয় এবং ঐ পুরাতন ভবনটিতে একটি দাখিল মাদ্রাসার শ্রেণী কার্যক্রম চালু করা হয়। এই সময় বিদ্যালয়টিতে কোন মুসলিম শিক্ষক না থাকায় ১৯০০ সালের প্রথম দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ আবদুল হামিদ খান নামক একজন মুসলিম শিক্ষককে নিয়োগ করেন। কিছুদিন পর তার পরিবর্তে আবদুল গফুরকে নিয়োগ করা হয়। তিনি আজীবন শিক্ষক হিসাবে কাজ করেন। বিদ্যালয়টির উন্নয়ন হতে থাকে এবং ১৯৬৮ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়টি ৪.১৫ একর জমির উপর ২টি পাকা ও ২টি আধা পাকা ভবন নিয়ে অবস্থিত। বিদ্যালয়ের সন্মৃখে একটি সুন্দর খেলার মাঠ আছে। বিদ্যালয়টি মহেশপুর উপজেলার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল