
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ফজর আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭১)
এই পৃষ্ঠাটি মোট 17968 বার পড়া হয়েছে
ফজর আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭১)
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে এক নৈস্বর্গীক পরিবেশে ২.২৬ একর জমির উপর একটি একতলা ভবনে ২টি কক্ষ এবং দ্বিতল ভবনটিতে ৪টি কক্ষ নিয়ে ফজর আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠা করেন।
ঝিনাইদহ শহরের নারী শিক্ষা সমস্যা সমাধান কল্পে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম ফজর আলীর পুত্র মোঃ আব্দুল কুদ্দুস মিয়া। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে ব্যাপকভাবে সহযোগিতা করেন মরহুম নুরুন্নবী সিদ্দিকীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি দান করেন মরহুম ফজর আলী মিয়া। তার এই মহৎদানে সন্তুষ্ট হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়টি তার নামে নামকরণ করেন “ফজর আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।” বিদ্যালয়টি ১৯৭১ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার্থীদের শিক্ষা লাভের একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত