
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ঝিনাইদাহ সরকারী উচ্চ বিদ্যালয় (১৮৭৭)
এই পৃষ্ঠাটি মোট 18402 বার পড়া হয়েছে
ঝিনাইদাহ সরকারী উচ্চ বিদ্যালয় (১৮৭৭)
ঝিনাইদাহ জেলার প্রাণ কেন্দ্রে, ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে মুক্ত আলো বাতাসের মাঝে এক নৈস্বর্গীক পরিবেশে ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ১৮৭৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রায় ৯ একর জমির উপর ২৭ কক্ষ বিশিষ্ট মনোরম দ্বিতল ভবন ও সন্মুখে বিরাট খেলার মাঠ নিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি।
তখনকার মহকুমা শহর ঝিনাইদহের জনসংখ্যা ও কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় এবং ভারত বর্ষে ইংরাজী শিক্ষার ব্যাপক প্রসারতা পাওয়ায় ১৮৭৭ সালে নবগঙ্গা নদী তীরবর্তী এলাকায় (বর্তমানে সেখানে সরকারী বালিকা বিদ্যালয়টি অবস্থিত) ঝিনাইদহের প্রথম উচ্চ ইংরেজী (এইচ, ই) বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম দিকের ইতিহাস পাওয়া একান্ত কষ্টকর। যতটুকু জানা যায় তাতে একক কোন প্রতিষ্ঠার নাম পাওয়া যায় না। ঝিনাইদহের সম্মিলিত বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টার ফসল এই বিদ্যালয়টি। ভুটিয়াগাতী নিবাসী বিদ্যোৎসাহী জমিদার মৌঃ মোঃ আব্দুল কাদের মিয়া প্রথম বিদ্যালয়টি স্থাপনের জন্য সম্পূর্ণ জমি দান করেন। বিদ্যালয়টির প্রথম দিককার প্রধান শিক্ষকগণদের সঠিক কোন পরিচয় পাওয়া যায় না। ১৯৩০ সাল হতে ১৯৩৯ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন অন্নদা শংকর ঘোষ। তিনি পদত্যাগ করলে ১৯৪০ সালে শ্রী ধীরেন্দ্রনাথ চৌধুরী প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন। (এই সময়কালে বিদ্যালয়টি পরিচালনার জন্য বিশেষভাবে সহায়তা করেন মজুমদার গোষ্টির লোকজন, যতীন্দ্রনাথ রায় (উকিল) ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৯৪৫ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন শ্রী মুরারী মোহন ঘোষাল। তিনি ১৯৬০ সাল পর্যন্ত কৃতিত্বের সাথে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এই সময় বিদ্যালয়টির ছাত্র সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। কিন্তু জায়গার স্বল্পতার জন্য স্কুল গৃহের প্রসার ঘটানো অসম্ভব হয়ে পড়ায় নতুন জায়গার প্রয়োজন দেখা দেয়।
বিদ্যালয়টিকে স্থানান্তরিত করে বর্তমান স্থানে স্থাপন করা ও ইহার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন তৎকালীন মহকুমা প্রশাসকদ্বয় মোঃ খুরশিদ আনোয়ার (সি,এস, পি) ও মোঃ আব্দুল হাই। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান স্থানে অবস্থিত নিউ একাডেমী বিদ্যালয়টিকে অন্যত্র স্থানান্তরিত করে তদস্থলে বিদ্যালয়টিকে স্থানান্তরিত করা হয় এবং স্কুলের পুরাতন ভবনটি বালিকা বিদ্যালয়কে (বর্তমান সরকারী বালিকা বিদ্যালয়) প্রদান করা হয়। এই সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন মোঃ মোবারক হোসেন। তাঁর সময় বিদ্যালয়টির ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তিনি বিদ্যালয়টি সরকারী করণের সময় উক্ত দায়িত্ব হতে পদত্যাগ করেন। ১৯৬৮ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। বিদ্যালয়টি সরকারীকরণের পর হতে দীর্ঘদিন পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন মোঃ আবু বক্কর। বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী আদর্শ শিক্ষাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত