
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 17639 বার পড়া হয়েছে
শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
শৈলকুপা উপজেলায় কোন বালিকা বিদ্যালয় না থাকায় নারী শিক্ষা দারুণভাবে ব্যাহত দেখে তৎকালীন শৈলকুপা থানার সার্কেল অফিসার মোঃ ওয়াসিফ আলী খানের নেতৃত্বে স্থানীয় সূধী মহলের সক্রিয় সহযোগিতায় ১৯৬২ সালে জুনিয়ার বালিকা বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়টি মাধ্যমিক হিসাবে অনুমোদন লাভ করে। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের পাইলট স্কীমের আওতায় বিদ্যালয়টির বেশীরভাগ গৃহ নির্মিত হয়। ১৯৬২ সালে যে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছিল শৈলকুপা সাহা সমিতির ঘরে, সেই বিদ্যালয়টি বর্তমান পাইলট বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়েছে। বিদ্যালয়টি এ পর্যায়ে আসতে যাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া প্রায় অসম্ভব ছিল তারা হলেন, তৎকালীন সি.ও. মোঃ ওয়াসিফ আলী খান, কাজী বদর উদ্দীন হায়দার, ডাঃ খাদেমুল ইসলাম, মোঃ আবু বকর, (প্রঃ শিঃ শৈলকূপা উঃ বিঃ) বাবু ক্ষিতিশ চন্দ্র সাহা, গোপীনাথ রায়, মোঃ হেদায়েত হোসেন, প্রমদা ভূষন সান্যাল প্রমুখ ব্যক্তিবর্গ। বর্তমানে বিদ্যালয়টি ১.৫১ একর জমির উপর ৯ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন, ৩ কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন নিয়ে অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু প্রশান্ত কুমার সাহা (বি,কম)। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার্থীদের শিক্ষা লাভের একমাত্র বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল