
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ভাটই বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 17915 বার পড়া হয়েছে
ভাটই বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৮)
ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের ভাটই বাজারের নিকটবর্তী এলাকায় ১ একর ৯২ শতক জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট আধা পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সরকার কর্তৃক স্বীকৃতি পায় ১৯৭২ সালে নিম্ন মাধ্যমিক হিসাবে এবং ১৯৮০ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও উন্নয়নের ক্ষেত্রে বিদ্যোৎসাহী স্থানীয় জনগণ ও শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। তাবে এটি প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ন তারা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীমুদ্দীন আহম্মদ ও এই এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি মোঃ লুৎফর রহমান মোল্যা।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল