
Home উচ্চপদস্থ কর্মকর্তা / High Ranking officers > এম.এম. হাফিজুর রহমান / M. M. Hafizur Rahman (1957) {Additional DIG)}
এই পৃষ্ঠাটি মোট 4817 বার পড়া হয়েছে
এম.এম. হাফিজুর রহমান / M. M. Hafizur Rahman (1957) {Additional DIG)}
M.M. Hafizur Rahman
Additional DIG, CID Headquarter
Home District : Narail, Kalia

পুলিশ কর্মকর্তা এম.এম. হাফিজুর রহমান ১৯৫৭ সালের ২১ অক্টোবর নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয় গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম এস. এম. আজিজুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ১৯৩৬ সালে তিনি এন্ট্রান্স পাশ করে পুলিশের এসআই পদে যোগদেন। পরে তাঁর বাবার অনুরোধে চাকরি ত্যাগ করেন। মা রবেয়া রহমান একজন গৃহিণী। পিতা-মাতার ৫ সন্তানের মধ্যে দ্বিতীয় স্থানে জনাব হাফিজুর রহমান। বড় ভাই এস. এম. আইউবুর রহমান পেশায় একজন ব্যবসায়ী, ছোট ভাই এস এম ফয়সাল রহমান একজন শিক্ষক (এম. এ. এল. এল. বি), বড় বোন ফরিদা কবির গৃহিণী এবং ছোট বোন সুলতানা ফাতিমা রহমান একজন শিক্ষিকা (বিএসএস অনার্স এমএসএস এলএলবি)।
জনাব হাফিজুর রহমান ১৯৯১ সালের ৯ অক্টোবর তারিখে খুলনা শহরের জনাব মোহাম্মদ হোসেনের মেয়ে তনুজা রহমানের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন। স্ত্রী হিসাব বিজ্ঞান বিষয়ে এম. কম.। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা যারীন তাসনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং পুত্র এস. এম আসিফ রহমান খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুলের ছাত্র।
শিক্ষাজীবন:
জনাব হাফিজুর রহমান ১৯৭২ সালে কলাবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে মানবিক শাখায় ১ম বিভাগ নিয়ে এস. এস. সি পাশ করেন। এইচ. এস. সি. পাশ করেন ১৯৭৫ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস অনার্স এবং ১৯৮১ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
পেশাগত জীবন:
১৯৮৮ সালে তিনি বিসিএস (পুলিশ) কর্মকর্তা হিসেবে যোগ দান করেন। ১৯৯২ সালে অতিরিক্ত পুলিশ সুপার, ২০০৩ সালে পুলিশ সুপার এবং সর্বোশেষ ২০০৭ সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে মালিবাগ সিআইডি প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ:
জনাব হাফিজুর রহমান ১৯৭১ সালের ১২ ডিসেম্বর নড়াইলের কালিয়ার এক স্মরণীয় যুদ্ধে একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন।
সাক্ষৎকার গ্রহণ ও সম্পাদনা :
মো. হাসানূজ্জামান (বিপুল)
শেষ আপডেট :
ফেব্রুয়ারী ২০১২