
Home আমাদের কথা > সংবাদ সম্মেলন- ২০০৫ (যশোর প্রেসক্লাব)
এই পৃষ্ঠাটি মোট 17766 বার পড়া হয়েছে
সংবাদ সম্মেলন- ২০০৫ (যশোর প্রেসক্লাব)
২০০৪ সালের সেপ্টেম্বর মাসে যশোর প্রেসক্লাবে ওয়েবসাইটকে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যশোরের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ প্রফেসর মো. শরীফ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। ওয়েবসইটের প্রতিষ্ঠাতা হাসানূজ্জামান বিপুল সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলের প্রধান সহযোগি হাবিব ইবনে মোস্তফা, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। |
ছবি তুলেছেন : ফিরোজ গাজী, ফটো সাংবাদিক। |