
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা সদর উপজেলা / Magura Sadar Upazila
এই পৃষ্ঠাটি মোট 5253 বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলা / Magura Sadar Upazila
ভৌগোলিক অবস্থান :
৪৫০.৫০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মাগুরা সদর উপজেলা উত্তরে শ্রীপুর এবং শৈলকূপা উপজেলা, দক্ষিণে শালিখা উপজেলা, পূর্বে মোহাম্মদপুর উপজেলা এবং পশ্চিমে ঝিনাইদহ উপজেলা দ্বারা বেষ্টিত। এটা ২৩০১৭ ও ২৩০৩৪ উত্তর অক্ষাংশে এবং ৮৯০১৭ ও ৮৯০৩২ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

শহরের আয়তন ও জনসংখ্যা :
জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে মাগুরা সদর থানা মাগুরা জেলার সবচেয়ে বড় থানা। ১৮টি ওয়ার্ড এবং ৬১টি মহল্লা নিয়ে মাগুরা শহর গঠিত। শহরের আয়তন ২২.৯৫ বর্গ কি: মি:।
মোট জনসংখ্যা প্রায় ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৫১.৬৯% এবং মহিলা ৪৮.৩১%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪ হাজার। শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার ৪৭.৬%।
নদ নদী ও বিল :
প্রধান নদ নদীর মধ্যে রয়েছে গড়াই, নবগঙ্গা এবং ফাটকি।
উল্লেখযোগ্য বিলের মধ্যে রয়েছে শিরিজদিয়া, পদ্মা, কুমার এবং গজার গাড়াই বিল।
প্রশাসন :
মাগুরা থানাকে ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত করা হয়। ১৮৪৫ সালে এটা থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা, ১৮টি ওয়ার্ড, ১৩টি ইউনিয়ন পরিষদ, ২৬৩টি মৌজা এবং ২৫২টি গ্রাম নিয়ে মাগুরা সদর উপজেলা গঠিত। সদর থানার মোট আয়তন ৪০৬.৫০ বর্গ কিঃ মিঃ এবং নদীর আয়তন ১১.০৬ বর্গ কিঃমিঃ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ :
মরহুম ড: এস.এ খালেক (সাবেক সচিব), জনাব মো: খলিলুর রহমান (পূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশল), মেজর জেনারেল (অব:) এম মজিদ উল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জনাব শাহেদ কামাল।
স্থাপত্য নিদর্শন এবং পুরাকৃত্তি :
নীলকুঠি (ইছাখাদা), ব্যাপারীপাড়া জামে মসজিদ (পারনান্দুয়ালি), পীর মোকাররম আলী এর সমাধী (হজিপুর) এবং সিদ্ধেশ্বরী মঠ (দরিমাগুরা)।
মুক্তিযুদ্ধের নিদর্শন :
বিশ্বাস রোড সংলগ্ন স্মৃতিসৌধ।
জনসংখ্যা :
মাগুরা সদর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩ লক্ষ। পুরম্নষ ৫১.৪১%, মহিলা ৪৮.৫৯%, মুসলমান ৭৮.৫৪%, হিন্দু ২১.২৮% এবং অন্যান্য ০.১৮%।
ধর্মীয় প্রতিষ্ঠান :
মসজিদ ২৫০টি, মন্দির ৫৫টি, চার্চ ১টি, সমাধী ১টি ও তীর্থ স্থান ৩টি। সবচেয়ে উলেস্নখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাগুরা জামে মসজিদ, ব্যাপারীপাড়া জামে মসজিদ, পীর মোকাররম আলী এর সমাধী (হজিপুর), কালিবাড়ী মন্দির, ন্যাংটা বাবা আশ্রম (সাতধোয়া), হাজরাতলা মঠ ও মিশন এবং সিদ্বেশ্বরী মঠ (দরিমাগুরা)।
সাক্ষরতা :
গড় সাক্ষরতা ৩০.৫%। এর মধ্যে পুরুষ ৪১.৬% এবং মহিলা ১৯.৪%।
শিক্ষা প্রতিষ্ঠান :
কলেজ ৫টি, হাইস্কুল ৩২টি, মাদ্রাসা ২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০৫টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৪২টি, কারিগরি ইনস্টিটিউট ১টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ (১৯৪০), মাগুরা সরকারী বালক উচ্চ বিদ্যালয় (১৮৫৪), হাজিপুর হাই স্কুল (১৯১৪) এবং শতরুজিতপুর কালিপ্রসন্ন হাই স্কুল (১৯১৯)।
সাস্কৃতিক সংগঠন :
ক্লাব ৮০টি, গণগ্রন্থাগার ৩টি, সিনেমা হল ২টি, থিয়েটার গ্রুপ ৪টি, অপেরা দল ২টি, সাহিত্য সমিতি ২টি, মহিলা সংগঠন ৩টি।
স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদপত্র সাময়িকী :
দৈনিক খেদমত, সাপ্তাহিক মাগুরা বার্তা, সাপ্তাহিক গ্রামীণ বাংলা, সাপ্তাহিক জনসংবাদ ও অঙ্গীকার এবং মাসিক নবগঙ্গা।
প্রধান পেশা :
কৃষি ৪৬.০৬%, কৃষি শ্রমিক ১৮.০৬%, মজুরী শ্রমিক ৩.২৯%, শিল্প ১.২১%, ব্যবসা বাণিজ্য ১১.৩৭%, চাকুরী ৭.৮৪%, পরিবহন ৩.৮৭, নির্মাণ ১.৪৩% এবং অন্যান্য ৭.১৭%।
ভূমির ব্যবহার :
চাষযোগ্য মোট জমি ২৭১৪০.৮০ হেক্টর, পতিত জমি ১৪১.৮৫% হেক্টর, একক ফসল ২৫%, দ্বৈত ফসল ৫৫%, ত্রিফসল ২০%, সেচের আওতাধীন জমি ৭৮%।
ভূমি নিয়ন্ত্রণ :
চাষীদের মধ্যে ১৫% ভূমিহীন, ৩৫% ক্ষুদ্র, ৪২% মাঝারী এবং ৮% ধনী। মাথাপিছু জমির পরিমান ০.০১২ হেক্টর।
প্রধান ফসল :
ধান, পাট, গম, সরিষা, বেগুন, আখ, মরিচ, পেঁয়াজ, ছোলা এবং মশুরী ডাল।
বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত ফসল :
মিষ্টি আলু, নীল, কাউন ও অরহর।
প্রধান ফল :
আম, কাঁঠাল, কালোজাম, পেঁপে, বেল, লিচু।
যোগাযোগ সুবিধাদি :
পাকা সড়ক ১৫৫ কি: মি:, আধাপাকা ৭৫ কি: মি: এবং কাঁচা রাস্তা ৭৫০ কি: মি:।
ঐতিহ্যগত পরিবহন :
পাল্কি, মটর লঞ্চ, ঘোড়ার গাড়ী, নৌকা, মহিষের গাড়ী, গরুর গাড়ী। এ সব ধরনের পরিবহন হয় বিলুপ্ত অথবা বিলুপ্ত প্রায়।
শিল্প প্রতিষ্ঠান :
বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে বস্ত্র কল ২টি, প্লাস্টিক পাইপ কারখানা ১টি, সাবান কারখানা ১টি, বরফ কারখানা ১০টি, বিড়ি কারখানা ১টি, চামড়া কারখানা ১৮টি, ওয়েল্ডিং কারখানা ১৩৫টি। কুঠির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশ ও বেত, কামার, স্বর্ণকার, কুম্ভকার, কাঠের কাজ ও দরজী।
হাট, বাজার ও মেলা :
মোট হাট বাজারের সংখ্যা ৩০টি। এরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মাগুরা একতা কাঁচা বাজার, সতরুজিতপুর, ইছাখোদা, আলোকদিয়া এবং কাটাখালী হাট। মেলার সংখ্যা মোট ৮টি। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রথখোলা মেলা, কঠিয়ানি মেলা এবং বৈশাখী মেলা।
প্রধান রপ্তানি :
পাট, তুলা, পেঁপে, কাঁচা মরিচ, পেঁয়াজ ও বেগুন।
এনজিও তৎপরতা :
তৎপরতা চালাচ্ছে এমন গুরুত্বপূর্ণ এনজিওগুলি হচ্ছে ব্রাক, আশা, প্রশিকা, স্বনির্ভর বাংলাদেশ, সেবা, প্রাইম এবং এ ডি আই।
স্বাস্থ্য কেন্দ্র :
হাসপাতাল ১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি, শিশু হাসপাতাল ১টি, চক্ষু হাসপাতাল ১টি, ডায়াবেটিক হাসপাতাল ১টি, প্রসুতি হাসপাতাল ১টি, পরিবার কল্যাণ কেন্দ্র ১৩টি এবং স্যাটেলাইট ক্লিনিক ৭টি।
তথ্য সূত্র :
বাংলা পিডিয়া
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
অনুবাদ :
কামাল নাসের, আরটিভি
সর্বশেষ আপডেট :
নভেম্বর ২০১১
More information about Magura Sadar Upazila
wikipedia.org
banglapedia.org
facebook.com
bbs.gov.bd
geolocation.ws
wikipedia.org
banglapedia.org
facebook.com
bbs.gov.bd
geolocation.ws