
Home ভাষা ও সংস্কৃতি (Language and Culture) > কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধু মেলা
এই পৃষ্ঠাটি মোট 17788 বার পড়া হয়েছে
কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধু মেলা
২৫ জানুয়ারি আধুনিক বাংলা সাহিত্যের রূপকার ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়িতে ২১-২৭ জানুয়ারী সপ্তাহব্যাপী প্রতিবারের ন্যায় এবারও সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতায় মধুমেলার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর ২৫-৩১ জানুয়ারী সপ্তাহব্যাপী এ মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। সামনে এস,এস,সি/দাখিল পরীক্ষার কারণে এ বছর মধুমেলা ৪ দিন এগিয়ে আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি এ্যাডভোকেট প্রমোদ মানকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত আল মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজার জেনারেল অব. হেলাল মোরশেদ , বীর বিক্রম ও যশোর জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা শাহ হাদিউজ্জামান। এ ছাড়া ২৫ জানুয়ারি কবির জন্মদিন পালন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ২৭ জানুয়ারী সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিভিন্ন দিনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদেও হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, শিল্প মন্ত্রণালয়ের সচিব ড: কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধান মস্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খাঁন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ আব্দুস সাত্তার, শিল্প একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বাংলা একাডেমির মহাপরিচালক ডঃ সামসুজ্জামান খান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান, কবি আসাদ চৌধুরি, নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, কবি রেজা উদ্দিন স্টালিন প্রমুখ। তাছাড়া বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহিন সামাদ, সংগীত শিল্পী নকুল চন্দ্র বিশ্বাস, আজগর আলীম, বরিশালের পালাগানের শিল্পী কেয়া পারভীন, নড়াইলের চারণ কবি দিদারুল ইসলাম, দিনাজপুরের বরেন্দ্র থিয়েটার সহ কপতাক্ষ অঞ্চলের প্রায় ৬০ টি সাংস্কৃতিক সংগঠন। মেলায় নিরাপত্তার জন্য পুলিশ, ব্যাটিলিয়ান, র্যাব সহ বিভিন্ন ধরণের আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়ন করা হবে থানা সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম সাগরদাঁড়ি। আধুনিক বাংলা সাহিত্যের রূপকার ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়িতে ২১-২৭ জানুয়ারী সপ্তাহব্যাপী প্রতিবারের ন্যায় এবারও সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতায় মধুমেলার আয়োজন করা হয়েছে মৃতপ্রায় কপোতাক্ষ নদের তীরে ছায়াসুনীবিড় শান্তির নীড় স্নিগ্ধ এই গ্রামে বাংলা ১২৩০ সনের ১২ মাঘ (১৮২৪ খ্রিষ্টাব্দের-২৫ জানুয়ারী) বাবা রাজ নারায়ন দত্ত ও মা জাহ্নবী দেবী’র ঘরে জন্ম গ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু বাংলা সাহিত্য প্রেমিরা ভালবাসার টানে ছুটে আসেন এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগরদাঁড়িতে। যেখানে রয়েছে মধুসূদনের স্মৃতি বিজড়িত পৈতৃক বাসভবন, মধুপল্লী, কপোতাক্ষ নদ, বিদায় ঘাট, মধু উদ্যান, জেলা পরিষদ পর্যটন কেন্দ্র, কাঠবাদাম গাছসহ বিভিন্ন ফুল ও ফলের গাছ। তাঁকে ঘিরে এখানে গড়ে উঠেছে স্কুল, কলেজ, পার্ক, একাডেমী, জাদুঘর, যা দেশি বিদেশী পর্যটকদের আকর্ষণ করে থাকে। বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যিকার বিল্পবী কবি, অসাধারণ জীবন চাঞ্চল্য, জীবন সচেতন ও সজিবতা সঞ্চারী এ কবির জন্ম উৎসবে দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের আনন্দ দিতে এবারও মধুমেলায় সরকারী উদ্যোগে যাত্রাপালা, সার্কাস, জাদু প্রদর্শনী, নাগরদোলা, কুটিরশিল্প, মৃৎশিল্প, বস্ত্রশিল্প সহ বিভিন্ন পসরার দোকান ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
তথ্য সূত্র:
যশোর নিউজ ২৪