১৭ এপ্রিল ২০১২, যশোর.ইনফো এর ওয়েবসাইটের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ঐ দিন সকাল ১০ টায় যশোর রেলগেট জয়তী সোসাইটি মিলনায়তনে বৃহত্তর যশোর উন্নয়নে যশোর.ইনফো'র ভূমিকা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌর মেয়র জনাব মারুফুল ইসলাম মারুফ, যশোর চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব মিজানুর রহমান খান এবং বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এঞ্জেলা গমেজ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর জনাব আমিরুল আলম খান।
ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মো: হাসানূজ্জামান বিপুলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ওয়েবসাইট বিষয়ক আলোচনা শুরু হয়। যশোর ওয়েবসাইটের পৃষ্ঠপোষক শ্রী তারাপদ দাস, মিজানুর রহমান মিজান ও মবিনুল ইসলাম মবিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য জনাব ইকবাল কবির জাহিদ, সাংবাদিক ফকরে আলম প্রমুখ।
সভাপতি জনাব আমিরুল আলম খান সকাল ১১ টায় অনুষ্ঠানে উপস্থিত হন। আর প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুস সাত্তার অনুষ্ঠানে উপস্থিত হন দুপুর ১২টায়। অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে তার দেরী হয়।
এরপর অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যের আগে প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইট প্রদর্শন করা হয়।
বিশিষ্ট লেখক হোসেন উদ্দিন হোসেন, কপোতাক্ষ নদ আন্দোলনের আহবায়ক অনিল বিশ্বাস, ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর মশিয়ুল আজম, প্রফেসর তজদিকুর রহমান, প্রফেসর আব্দুল আজিজ, প্রফেসর আজহারুল ইসলাম, প্রফেসর মো: খায়রুজ্জামান, জাফর সাদিকসহ যশোরের বহু গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান অলংকৃত করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যশোর ওয়েবসাইটের সেক্রেটারী মোঃ ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হাবিবুর রহমান খান, রায়হান সিদ্দিকী প্রবাল, কাজী মশিউল ইসলাম প্রিন্স, মোঃ মুরাদ হোসেন, ইকরামুল বাসার লিটন, সরদার ফরিদ আহমেদ, প্রদীপ কুমার শাউ, মোঃ মনির হোসন, মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে।
কৃতজ্ঞতা প্রকাশ :
যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা আদৌ সম্ভব ছিল না তাদেরকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি :
# মিজানুর রহমান মিজান (এম.ডি, সানবার্ড এন্ড কোম্পানি / পৃষ্ঠপোষক, যশোর.ইনফো)
# মোঃ হাবিবুর রহমান খান (সহ-সভাপতি, যশোর.ইনফো)
# মতিয়ুর রহমান (CEO, MK Group, জেস টাওয়ার)
# আমজাদ হোসেন (ইঞ্জিনিয়ার, এজিইডি, ঢাকা / পৃষ্ঠপোষক, যশোর.ইনফো)
# মিজানুর রহমান খান (সভাপতি, চেম্বার অব কমার্স)
# ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ (মহাসচিব, যশোর.ইনফো)
# ইকবাল হোসেন সিদ্দিকী মিশু (যুগ্ম মহাসচিব, যশোর.ইনফো)
# মুকুল তরফদার (প্রকাশনা বিষয়ক সম্পাদক, যশোর.ইনফো)
# রায়হান সিদ্দিকী প্রবাল (সহ-সভাপতি, যশোর.ইনফো)
# সরদার ফরিদ আহমেদ (দপ্তর সম্পাদক, যশোর.ইনফো)
# মোঃ মুরাদ হোসেন (যুগ্ম মহাসচিব, যশোর.ইনফো)
# ইকরামুল বাসার লিটন (প্রচার সম্পাদক, যশোর.ইনফো)
# অধ্যাপক মোঃ মশিউল আজম (প্রাক্তন শিক্ষক)
# শ্রী তারাপদ দাস (প্রাক্তন শিক্ষক)
# তরিকুল ইসলাম তারেক (সাংবাদিক, দিগন্ত টিভি / তথ্য বিষয়ক সম্পাদক, যশোর.ইনফো)
# জুবায়ের আহমেদ (ক্যামেরা ম্যান, দিগন্ত টিভি / নির্বাহী সদস্য, যশোর.ইনফো )
# মোঃ মনির হোসন
# কাজী মশিউল ইসলাম প্রিন্স
# প্রদীপ কুমার শাউ
# মোঃ জাকির হোসেন
|
|
|
|
 |
অনুষ্ঠান পৃষ্ঠপোষকতায়: জেস টাওয়ার, আল-আমিন এন্টারপ্রাইজ, সানবার্ড এন্ড কোম্পানি, যশোর। |
|
|
|
 |
|
 |
যশোর. ইনফো'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান |
 |
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী তারাপদ দাস, অধ্যাপক মশিউল আজম, অধ্যাপক তসদিকুর রহমান, অনিল বিশ্বাস, জাফর সাদিক, ফকরে আলম প্রমুখ। |
 |
বক্তব্য রাখছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এঞ্জেলা গমেজ। |
 |
মঞ্চে উপস্থিত আছেন (ডান দিক থেকে) - জনাব মিজানুর রহমান খান (সভাপতি, যশোর চেম্বার অব কমার্স), ড. মোস্তাফিজুর রহমান, জনাব আমিরুল আলম খান (চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর), জনাব আব্দুস সাত্তার (ভিসি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মারুফুল ইসলাম (মেয়র, যশোর পৌরসভা), |
 |
বক্তব্য রাখছেন গ্রামের কাগজের সম্পাদক ও যশোর.ইনফো'র পৃষ্ঠপোষক জনাব মবিনুল ইসলাম মবিন |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
বক্তব্য রাখছেন সানবার্ড এন্ড কোম্পানির সত্ত্বাধিকারী ও যশোর.ইনফো'র পৃষ্ঠপোষক জনাব মিজানুর রহমান মিজান |
 |
বক্তব্য রাখছেন সানবার্ড এন্ড কোম্পানির সত্ত্বাধিকারী ও যশোর.ইনফো'র পৃষ্ঠপোষক জনাব মিজানুর রহমান মিজান |
 |
ছবিতে বিশিষ্ট ইতিহাসবিদ জনাব হোসেন উদ্দিন হোসেন, কপোতাক্ষ নদ আন্দোলনের আহবায়ক অনিল বিশ্বাস, কালের কন্ঠের সাংবাদিক ফকরে আলম প্রমুখ |
 |
বক্তব্য রাখছেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুারোর সদস্য জনাব ইকবাল কবির জাহিদ |
 |
বক্তব্য রাখছেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুারোর সদস্য জনাব ইকবাল কবির জাহিদ |
 |
ছবিতে- মবিনুল ইসলাম মবিন (সম্পাদক, গ্রামের কাগজ), এঞ্জেলা গমেজ (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাঁচতে শেখা), জনাব মিজানুর রহমান খান (সভাপতি, যশোর চেম্বার অব কমার্স), ড. মোস্তাফিজুর রহমান, জনাব আমিরুল আলম খান (চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর), জনাব আব্দুস সাত্তার (ভিসি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মারুফুল ইসলাম (মেয়র, যশোর পৌরসভা) |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
বক্তব্য রাখছেন যশোর পৌরসভার মেয়র জনাব মারুফুল ইসলাম |
 |
ছবিতে- হাবিবুর রহমান খান, ইকরামুল বাসার লিটন, তরিকুল ইসলাম তারেক, সরদার ফরিদ আহমেদ প্রমুখ |
 |
বক্তব্য রাখছেন- যশোর চেম্বার অব কমার্সের সভাপতি জনাব মিজানুর রহমান খান |
 |
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ |
 |
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ |
 |
বক্তব্য রাখছেন ওয়েবসাইটের পৃষ্ঠপোষক ও শ্রদ্ধেয় শিক্ষক শ্রী তারাপদ দাস স্যার |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
ছবিতে (বাম দিক থেকে)- জনাব মারুফুল ইসলাম (মেয়র, যশোর পৌরসভা), জনাব আমিরুল আলম খান (চেয়ারম্যান, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড), ড. মোস্তাফিজুর রহমান, জনাব মিজানুর রহমান খান (সভাপতি, যশোর চেম্বার অব কমার্স) |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
|
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
বক্তব্য রাখছেন- প্রফেসর ড. আব্দুস সাত্তার (উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) |
 |
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ |
 |
বক্তব্য রাখছেন অনুষ্ঠানের সভাপতি, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জনাব আমিরুল আলম খান। |
 |
বক্তব্য রাখছেন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাসানূজ্জামান বিপুল |
 |
এঞ্জেলা গমেজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যশোর.ইনফো এর জয়েন সেক্রেটারী মোঃ মুরাদ হোসেন |
 |
যশোর.ইনফো এর পৃষ্ঠপোষক শ্রী তারাপদ দাস'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কাজী মশিউল ইসলাম প্রিন্স |
 |
যশোর.ইনফো এর পৃষ্ঠপোষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যশোর.ইনফো এর সহ-সভাপতি রায়হান সিদ্দিকী প্রবাল। |
 |
যশোর.ইনফো এর পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সরদার ফরিদ আহমেদ |
 |
যশোর.ইনফো এর পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ নূরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যশোর.ইনফো এর প্রচার সম্পাদক ইকরামুল বাসার লিটন |
 |
ড. মোস্তাফিজুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যশোর.ইনফো এর সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান খান |
 |
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুস সাত্তার'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যশোর.ইনফো এর চেয়ারম্যান মোঃ হাসানূজ্জামান বিপুল |
 |
প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসইট প্রদর্শন করছেন যশোর.ইনফো এর চেয়ারম্যান মোঃ হাসানূজ্জামান বিপুল। সহযোগিতা করছেন যশোর.ইনফো এর যুগ্ম মহাসচিব মোঃ মুরাদ হোসেন |
 |
অনুষ্ঠান উপস্থাপনা করছেন যশোর.ইনফো এর সেক্রেটারী মোঃ ওয়াহিদুল ইসলাম (ওয়াহিদ) |
|
৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর ৩০ পাউন্ড কেক |
|
|
|
|
|
 |
|
 |
প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিগণ সম্মিলিতভাবে কেক কটছেন |
 |
প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিগণ সম্মিলিতভাবে কেক কটছেন |
 |
যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার কেক খাওয়াচ্ছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খানকে |
|
যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার কেক খাওয়াচ্ছেন যশোর পৌরসভার মেয়র জনাব মারুফুল ইসলামকে |
|
|
 |
|
|
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও ওয়েবসাইটের পৃষ্ঠপোষকদের সাথে যশোর.ইনফো এর পরিচালনা কামটির সদস্যগণ |
|