|
|
|
|
|
৯ জুন ২০১২, তারিখটি বৃহত্তর যশোর সমিতি ঢাকা এর স্মরণীয় একটি দিন হয়ে থাকলো। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সমিতি দীর্ঘ ৬৪ বছর পর বাবুপুরা নীল ক্ষেতে নিজস্ব জমিতে একটি তিন তলা ভবন পেল। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য ডা. প্রফেসর সিরাজুল আকবর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভবনটির ফলক উন্মোচন করেন। নতুন ভবনে রয়েছে শিল্পপতি জনাব এস. এম. এ আহাদ-এর অর্থায়নে নির্মিত " এস. এম. এ. আহাদ অডিটরিয়াম" এবং চারটি জেলার জন্য পৃথক চারটি কক্ষ। বৃহত্তর যশোরের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে লটারীর মাধ্যমে কক্ষ চারটি বন্টন করা হয়। এরপর চারটি জেলার চারজন সভাপতি ও সেক্রেটারীর হাতে নিজ নিজ জেলা কক্ষের চাবি তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে যে সকল বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন :
প্রফেসর ডা. সিরাজুল আকবর, ডা. চৌধুরী হাবিব উর রহমান, সংসদ সদস্য জনাব মোস্তফা ফারুক মোহাম্মদ, সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম (অপু), আহসানিয়া মিশনের পরিচালক জনাব রফিকুল আলম, গীতিকবি মোঃ রফিকউজ্জামান, বৃহত্তর যশোর সামিতি গাজীপুর এর সভাপতি অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল হাসিব, নড়াইল জেলা সমিতির সভাপতি অতিরিক্ত সচিব জনাব আবু বকর সিদ্দিকী, ঝিনাইদহ জেলা সমিতির সভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহেদী, যশোর জেলা সমিতির মহাসচিব ও লাজফার্মার এমডি জনাব মোঃ লুত্ফর রহমান, প্রফেসর ডা. এম এ ওয়াহাব, প্রফেসর ডা. সাইফুল ইসলাম, ডা. সৈয়দ আফজালুল করিম, দিগন্ত টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাহবুবুল আলম গোরা, সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন, লে. কর্নেল (অব.) জনাব এবিএম মোবাসী, এলজিডির ইঞ্জিনিয়ার জনাব এস. কে. আমজাদ হোসেন, রাজউক এর সদস্য জনাব আব্দুল মান্নান, সাবেক পুলিশ কর্মকর্তা জনাব মাহমুদ আল ফরিদ, ঈগল পরিবহনের চেয়ারম্যান অপু কাপুড়িয়া, মেঘনা পেটেলিয়াম কর্পোরেশনের এম.ডি জনাব শরিফ আশরাফুজ্জামান সহ আরও অনেকে। |
|
|
|
|
|
 |
|
|
|
 |
প্রফেসর ডাঃ সিরাজুল আকবর এম.পি. বৃহত্তর যশোর ভবনের নাম ফলক উন্মোচন করছেন। |
|
 |
|
প্রফেসর ডাঃ সিরাজুল আকবর এম.পি. বৃহত্তর যশোর ভবনের নাম ফলক উন্মোচন করছেন। |
|
|
বৃহত্তর যশোর ভবনের নাম ফলক |
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
ভবন নির্মানে সর্বোচ্চ অর্থিক অনুদান দাতা বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি জনাব এস. এম. এ. আহাদ এর ম্যুরাল। |
|
 |
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ |
|
 |
|
মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথি। |
 |
|
বৃহত্তর যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ |
|
 |
বৃহত্তর যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ |
|
 |
|
শিল্পপতি জনাব এস. এম. এ. আহাদ এর জামাতা ডাঃ সৈয়দ আফজালুল করিম অতিথিদের মাঝে বক্তব্য রাখছেন। |
 |
|
অতিথিদেরকে ফুলের তোড়া উপহার দেয়া হচ্ছে। |
|
 |
অতিথিদেরকে ফুলের তোড়া উপহার দেয়া হচ্ছে। |
|
 |
|
ঝিনাইদহ জেলা সামিতির সভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহেদী বক্তব্য রাখছেন। |
 |
|
নড়াইল জেলা সামিতির সভাপতি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবু বকর সিদ্দিকী বক্তব্য রাখছেন। |
|
 |
চরটি জেলার জন্য তৈরী চারটি পৃথক কক্ষ লটারীর মাধ্যমে বন্টন করা হচ্ছে। |
|
 |
|
চরটি জেলার জন্য তৈরী চারটি পৃথক কক্ষ লটারীর মাধ্যমে বন্টন করা হচ্ছে। |
 |
|
যশোর জেলা সমিতির মহাসচিব জনাব লুত্ফর রহমানের হাতে লটারীর মাধ্যমে পাওয়া কক্ষের চাবি তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম এস আকবর এম. পি। |
|
 |
ঝিনাইদহ জেলা সমিতির সভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহেদী'র হাতে কক্ষের চাবি তুলে দিচ্ছেন প্রফেসর ডাঃ এম এস আকবর এম. পি। |
|
 |
|
নড়াইল জেলা সমিতির সভাপতি জনাব আবু বকর সিদ্দিকী'র হাতে কক্ষের চাবি তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। |
|
|
মাগুরা জেলা সমিতির সভাপতি জনাব ----------- হাতে লটারীর মাধ্যমে পাওয়া কক্ষের চাবি তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম এস আকবর এম. পি। |
|
|
|
|
 |
|
|
|
|
অনুষ্ঠানের সমাপনি বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম এস আকবর এম. পি। |
|
|
|
|
|
|
|
সংগ্রহ :
www.jessore.info |