
Home যশোর জেলা / Jessore District > চৌগাছা উপজেলা / Chowgacha Upazila
এই পৃষ্ঠাটি মোট 100278 বার পড়া হয়েছে
চৌগাছা উপজেলা / Chowgacha Upazila
Chaugacha Upazila, Jessore
সংক্ষিপ্ত ইতিহাস :
সেন আমলে অঞ্চলটি যোগীন্দ্র-দ্বীপের অধীন ছিল। জায়গার মালিক ছিলেন লক্ষণ সেন। তার আগে চন্দ্রদ্বীপ এবং বৃটিশ ভারতে চৌগাছা নাম নেয়। জনশ্রুতি কপোতাক্ষ নদ পাড়ে সুউচ্চ চারটি গাছ ছিল। যোগাযোগের জন্য গাছে আলো জ্বেলে সংকেত পাঠানো হতো। তা থেকেই চৌগাছা নামের উৎপত্তি। ১৮০০ শতকে পার্শ্ববর্তি এলাকাকে যুক্ত করতে জেলা ম্যাজিস্ট্রেট প্রস্তাব করেন। ১৮৫০ সালে জেলা ম্যাজিস্ট্রেট বেনফোর্ট যশোর-চৌগাছা

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে মজুম নামের এক লোক গত শতকের গোড়ায় চৌগাছা এসে দাদন ব্যবসা শুরু করেন। দেখতে দেখতে তিনি বিত্তশালী হয়ে ওঠেন। মৃত্যুর পর তার একমাত্র পুত্র শিব নারায়ণ ব্যবসা চালু রাখেন। ঐ সময় পর্যনত্ম দ্বিতীয় ধনী ওখানে ছিল না। তার পুত্র নীলকান্ত ব্যবসা ছেড়ে নীলকুঠি স্থাপন করে ১৮৬০ সালে নি:স্ব হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি তার ফ্যাক্টরী তারিণীচরণ ঘোষের কাছে বিক্রী করে যান। এই ব্যক্তি কৃষ্ণনগর কোর্টের উকিল ছিলেন। ১৮০৪ সালে চৌগাছার সাজিয়ানীতে থানা স্থাপিত হয়। ১৮৬৩ সালে তা চৌগাছা সদরে স্থানান্তরিত হয়। অনেক দিন থানার কাজ পরিত্যক্ত ছিলো এবং পুনরায় চালু হয়। জেলা পরিষদ পরবর্তীকালে সড়ক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
যশোরের নীল-বিদ্রোহে চৌগাছার অবদান শব্দে সীমায়িত করা অসম্ভব। বিষ্ণুচরণ ও দিগম্বর বিশ্বাস বিদ্রোহের ইতিহাসে অমর হয়ে আছেন।
ভৌগোলিক অবস্থান :
২৮০.৩৯ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট চৌগাছা উপজেলা উত্তরে মহেশপুর, কোটচাঁদপুর এবং কালিগঞ্জ উপজেলা, দক্ষিণে পশ্চিম বঙ্গ (ভারত) এর ২৪ পরগনা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা, পূর্বে কালীগঞ্জ ও যশোহর সদর উপজেলা এবং পশ্চিমে মহেশপুর উপজেলা দ্বারা বেষ্টিত।
নদ-নদী ও বাওড় :
প্রধান নদীগুলো হচ্ছে কপোতাক্ষ, বেতনা এবং ভৈরব।
উপজেলায় মোট বাওড়ের সংখ্যা ৮টি।
শহরের আয়তন ও জনসংখ্যা :
৪টি মৌজা নিয়ে চৌগাছা শহর গঠিত। শহরের আয়তন ৭.৮৭ বর্গ কিলোমিটার।
শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পুরুষ ৫২.১৪% ও মহিলা ৪৭.৮৬%। শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার ৩৭%। শহরে একটি ডাকবাংলা রয়েছে।
প্রশাসন :
২৪ মার্চ ১৯৮৩ সালে চৌগাছা থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১টি পৌরসভা, ১১টি ইউনিয়ন পরিষদ, ১৫০টি মৌজা এবং ১৬৬টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলা। প্রথম নির্বাচিত চেয়ারম্যান জনাব মো: আতিউর রহমান।
স্থাপত্য ঐতিহ্য ও প্রত্নতাত্তিক নিদর্শন :
ইংরেজদের নীলকুঠি।
ঐতিহাসিক ঘটনা :
১৯৭১ সালের ২০ নভেম্বর জামতলা, জগন্নাথপুর এবং গরীবপুর খেলার মাঠে পাকবাহিনী ও মিত্র বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। চৌগাছা ২৩ নভেম্বর হানাদার মুক্ত হয়েছিলো। এই উপজেলাকে মুক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়।
মুক্তিযুদ্ধের নিদর্শন :
উপজেলায় স্মৃতি সৌধ ২টি।
জনসংখ্যা :
মোট জনসংখ্যা প্রায় ২ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে পুরুষ ৫১.৬০%, মহিলা ৪৮.৪০%, মুসলমান ৯১.৬৬%, হিন্দু ৮.২৪ এবং অন্যান্য ০.১%। জাতিগত (নেতৃত্বিক) জনগণ সাওতাল ১০৩টি পরিবার।
ধর্মীয় প্রতিষ্ঠান :
মসজিদ ২৪৮টি, মন্দির ১৮১টি এবং পবিত্র স্থান ১টি।
সাক্ষরতা :
গড় সাক্ষরতার হার ২৫.৩%। এর মধ্যে পুরুষ ৩২.৭% এবং মহিলা ১৭.৮%।
শিক্ষা প্রতিষ্ঠান :
কলেজ ৩টি, উচ্চ বিদ্যালয় ৩৩টি, মাদ্রাসা ১৭টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬১টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৯টি, কমিউনিটি প্রাইমারী স্কুল ১৩টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নারায়ণপুর বাহরাম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং চৌগাছা উচ্চ বিদ্যালয়।
সাংস্কৃতিক সংগঠন :
ক্লাব ৪টি, লাইব্রেরী ১টি, থিয়েটার গ্রুপ ১টি, সিনেমা হল ১টি এবং সাহিত্য সমিতি ১টি।
প্রধান পেশা :
কৃষি ৪৮.৩৮%, কৃষি শ্রমিক ২৭.৫৩%, মজুরি শ্রমিক ২.২০%, ব্যবসা বাণিজ্য ৮.৩৭%, চাকুরী ৩.০৬%, মৎস্য ১.০৮%, শিল্প ১.২৯%, পরিবহন ২% এবং অন্যান্য ৬.০৯%।
ব্যবহৃত জমি :
মোট চাষযোগ্য জমি ১৮০৬৯.৬ হেক্টর, পতিত জমি ১১৫৬.২১ হেক্টর, একক ফসল ১০.৫৯%, দ্বৈত ফসল ৬৯.৮১ এবং তিন ফসল ১৯.৬০%।
ভূমি নিয়ন্ত্রণ :
১৭.৭২% ভূমিহীন, ৫৫.২৬% ক্ষুদ্র, ২২.১৭% মাঝারী এবং ৪.৮৫% ধনী। মাথাপিছু চাষযোগ্য জমির পরিমান ০.০৯ হেক্টর।
প্রধান ফসল :
ধান, গম, পাট, আলু, তিল, তুলা, রসুন, পান, বেগুন ও পটল। বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত ফসলের মধ্যে রয়েছে তিসি, মিষ্টি আলু, বাদাম, খেসারী, ছোলা, অরহর, কাউন, গম ও ভুট্টা।
প্রধান ফল :
আম, কাঁঠাল, কালোজাম, পেঁপে, ও কলা।
যোগাযোগ সুবিধা :
পাকা সড়ক ৩৭.৫৪ কিলোমিটার, আধাপাকা ১০ কিলোমিটার, কাঁচা ২৮৩ কিলোমিটার এবং জলপথ ৭ নটিক্যাল মাইল। ঐতিহ্যবাহী পরিবহনের মধ্যে রয়েছে পাল্কী, ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ী। এ ধরনের পরিবহন হয় বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্তির পথে।
শিল্প প্রতিষ্ঠান :
তুলার মিল ২টি, বরফ ফ্যাক্টরী ২টি। কুঠির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশের কাজ, স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার, কাঠের কাজ, দরজী, ইটখোলা এবং ওয়েল্ডিং।
হাট বাজার ও মেলা :
হাট ও বাজার ৩৩টি এবং মেলা ১টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চৌগাছা, পুড়াপাড়া, সলুয়া।
এনজিও তৎপরতা :
তৎপরতা চালাচ্ছে এমন এনজিওগুলো হচ্ছে বেলা, আপন, ব্র্যাক, আশা ও ঢাকা আহ্সানিয়া মিশন।
স্বাস্থ্য কেন্দ্র :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১১টি এবং স্যাটেলাইট ক্লিনিক ৩টি।
তথ্য সূত্র :
বাংলা পিডিয়া ওয়েবসাইট
ও
যশোর ইতিবৃত্ত (মনোরঞ্জন বিশ্বাস)
অনুবাদ :
কামাল নাসের, আরটিভি।
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট :
নভেম্বর ২০১১
More information about Chaugacha Upazila
wikipedia.org
dcjessore.gov.bd
somewhereinblog.net
dcjessore.gov.bd
bdadinfo.com
wikipedia.org
dcjessore.gov.bd
somewhereinblog.net
dcjessore.gov.bd
bdadinfo.com