
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর উপজেলা / Manirampur Upazila
এই পৃষ্ঠাটি মোট 100041 বার পড়া হয়েছে
মনিরামপুর উপজেলা / Manirampur Upazila
মনিরামপুর উপজেলার দর্শনীয় স্থান
Sightseeing of Manirampur Upazila |
||
![]() ![]() ![]() |
দমদম পীরের ঢিবি আমাদের সভ্যতা কতোটা প্রাচীন এ প্রশ্ন উঠলেই উল্লেখ করা হতো মহাস্থানগড় ও লালমাই পাহাড়ের বৌদ্ধ সভ্যতার বিষয়। নতুন করে এর সঙ্গে যুক্ত হয়েছে দমদম পীরের ঢিবি। এগুলো পাল্টে দিয়েছে আমাদের দেশের সভ্যতার প্রাচীনত্বের ধারণা। পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তারা মনে করেন ১৮শ বছরের প্রাচীন এই দমদম পীরের ঢিবি। ২০০৪-০৫ সালে সরকারীভাবে প্রথম খনন করা হয় এই ঢিবি। খননকালে ছাদ বিহীন ৮টি পূর্নাঙ্গ কক্ষ আবিষ্কৃত হয়। ২০০৬-০৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে মোট কক্ষ পাওয়া যায় ১৮টি। এই সময় মন্দিরের নকশার মধ্যে পদ্মপাপড়ি খচিত ইট থেকে ধারনা করা হয় এটা জৈন মন্দির ছিল। যার স্থাপনাকাল ১০০ খৃষ্টপূর্বে। এখানে যে সব জিনিসপত্র পাওয়া গেছে এর মাঝে ছোট আকারের পাথরের তৈরী বুদ্ধমূর্তি, ছয়টি কক্ষ, পোড়ামাটির ফলক ও পদ্মফুল, ধাতব আংটি, হাড়ি, চুড়ি, কড়াই প্রভৃতি প্রধান। কক্ষগুলোর দেয়াল জ্যামিতিক নকশার তৈরী। সিঁড়ির কারুকাজও প্রায় একরকম। বিশেষজ্ঞগণ মনে করেন যে, প্রথমে এখানে ছিল বৌদ্ধদেব বাস। এর পর আসে হিন্দু এবং সব শেষে মুসলমান। হয়তো ধর্ম প্রচারে এসে তৈরী করা হয় পীরের আস্তানা। সে যাই হোক, এখানে, ছড়িয়ে আছে তিনটি সভ্যতার নিদর্শন। বিস্তারিত.... অবস্থান: দূরত্ব: যাতায়াতের মাধ্যম: |
|
---------------------------------------------------------------------------------------------------- | ||