
Home চিকিৎসক / Medical officer > প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা / Prof. Dr. Abid Hossain Mollah (1957)
এই পৃষ্ঠাটি মোট 101149 বার পড়া হয়েছে
প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা / Prof. Dr. Abid Hossain Mollah (1957)
প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা
Prof. Dr. Abid Hossain Mollah
MBBS (Dhaka), FCPS (Paediatrics), Dip-in-Med Educ (U.K.), FACP (USA), FRCP (Edin)
Home District: Jessore, Keshabpur
Prof. Dr. Abid Hossain Mollah
MBBS (Dhaka), FCPS (Paediatrics), Dip-in-Med Educ (U.K.), FACP (USA), FRCP (Edin)
Home District: Jessore, Keshabpur

প্রফেসর ডা. আবিদ হোসেন মোল্লা ১৯৫৭ সালের ৩০ জুন যশোর জেলার কেশবপুর উপজেলার সন্নাসগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম শাহাদাত হোসেন মোল্লা এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। মা আমেনা বেগম ছিলেন গৃহিণী। জনাব আবিদ হোসেন মোল্লা পিতা-মাতার ৫ সন্তানের মধ্যে দ্বিতীয়। বড় ভাই মরহুম মোঃ আমির হোসেন মোল্লা, ছোট ভাই আহসান হাবিব, ছোট দুই বোন ফরিদা খাতুন ও বিবি খাদিজা গৃহিণী।
১৯৮৪ সালের ১ জুন সৈয়দা আমেনা মেহের এর সাথে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। স্ত্রী অর্থনীতিতে এম. এ। তিনি যশোর শহরের কারবালার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তাদের দুই সন্তান। ছেলে আসিফ ইকবাল AIUB তে MBA অধ্যায়নরত। মেয়ে নাবিলা তাবাসসুম বাংলাদেশ মেডিকেল কলেজের ৩য় বর্ষ MBBS এর ছাত্রী।
শিক্ষাজীবন:
জনাব আবিদ হোসেন মোল্লার লোখাপড়ার হাতেখড়ি হয় কেশবপুরের সন্যাসগাছা প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হন ১৯৭৩ সালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর উচ্চ বিদ্যালয় হতে। উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৭৫ সালে খুলনার বি.এল কলেজ হতে। এরপর ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস এবং ১৯৯২ সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে এফসিপিএস পাশ করেন। ১৯৯৪ সালে তিনি যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লেমা ইন মেডিকেল এডুকেশন এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।
পেশাগত জীবন:
১৯৮২ সালে তিনি মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি জীবন শুরু করেন। তারপর মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং নিয়ে ময়মনসিংহ এর হালুয়াঘাট এবং পরে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কেন্দ্রে চাকুরী করেন। সরকারী চাকুরী ছেড়ে ১৯৮৪ সালে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি নিয়ে সেখানে গমন করেন। ১৯৮৭ সালে দেশে ফিরে এসে ৮ম বিসিএস এর মাধ্যমে পুনরায় সরকারী চাকরি গ্রহণ করেন। মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হয় যশোরের চৌগাছা উপজেলায়। ১৯৯০ সালে শিক্ষা বিভাগের সহকারী রেজিস্টার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। ১৯৯২ সালে প্রেড্রিয়েটিক্সে FCPS ডিগ্রী লাভ করেন। পোস্টিং সেখানেই থাকে। অতপর: ১৯৯৩ সালে সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৯৪ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। দেশে ফিরে এসে ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০০৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এখনও তিনি এই পদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।
সাহিত্য কর্ম:
ডা. আবিদ হোসেন মোল্লা তাঁর কর্মব্যস্ততার মাঝে তিনি কয়েকটি বই রচনা করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এরমধ্যে একটি বই বংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের পাঠ্যবই হিসেবে পড়ানো হচ্ছে। নিচে বইগুলির তালিকা:
ক) মেডিকেল শিক্ষার পাঠ্য বই Step on to Pediatrics (স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের)
খ) শিশুদের অ্যাজমা ও তার ব্যবস্থাপনা
গ) সোনামনির সুস্বাস্থ্যে মা; কিছু প্রশ্ন, কিছু উত্তর
ঘ) শিশু স্বাস্থ্যের উপর গবেষণাপত্র ও সাময়িকী, যা জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ১০০টি জার্নালে প্রকাশিত হয়।
সামাজিক কর্মকান্ড:
ডাঃ আবিদ হোসেন মোল্লা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে থাকেন। সাধার


বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ:
শিশু স্বাস্থ্যের উপর বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করতে তিনি বিশ্বের প্রায় ৩০টি দেশে ভ্রমণ করেছেন।
পুরষ্কার ও সম্মাননা:
ডা. আবিদ হোসেন মোল্লা চিকিৎসা শিক্ষা ও গবেষণা এবং শিশু স্বাস্থ্যের উপর বই প্রকাশ করে বেশকিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
ক) Royal College of Physicians, Edinburgh কর্তৃক ২০০৬ সালে FRCP প্রদান।
খ) Americal college of Physician কর্তৃক ২০০৬ সালে FACP প্রদান।
গ) মনোজ বসু-ধীরাজ ভট্টাচার্য ফাউন্ডেশনের কর্তৃক সম্মাননা - ২০০৫
ঘ) বাংলাদেশ প্রেডিয়েট্রিক এসোসিয়েশন কর্তৃক ক্রেস্ট প্রদান-২০১২
সংগ্রহ:
মোঃ হাসানূজ্জামান বিপুল
PERSONAL INFORMATION
Date of Birth | 30 June 1957 |
Place of Birth | Jessore, Bangladesh |
Mother | Amena Begum |
Father | Sahadat Hossain Mollah |
|
|
Brothers |
Amir Hossain Mollah Ahsan Habib Mollah |
Sisters |
Farida Begum Bibi Khadiza |
Wife | Amena Meher |
Marriage |
1984 |
Son | Asif Iqbal |
Daughter | Nabila Ferdous |
EDUCATIONAL INFORMATION
School | Chuknagar Dibya Palli High School, Khulna from 1967 to 1973 | |
College/University | Higher Secondary Certificate from BL College, Daulatpur, Khulna from 1973 to 1975 | |
Medical college | MBBS from Dhaka Medical College from 1976 to 1982 (including session jam) | |
Residency | In-Service-Training from Dhaka Medical College from 1982 to 1983 | |
Fellowship | FCPS ( Paed) from Bangladesh College of Physicians and Surgeons from 1988 to 1992 | |
Diploma | Dip-in-Med Education from Dundee University, UK from 1993 to 1994 | |
Fellowship (Honorary) | FACP from American College of Physicians 2005 | |
Fellowship (Honorary) | FRCP from Royal College of Physicians Edinburgh, U K 2005 |
PRESENT ACADEMIC RANK AND POSITION
Professor of Paediatrics (In charge of Neonatology), Dhaka Medical College and Hospital. Dhaka-1000, Bangladesh. Telephone: (88-02) 8616632 (Work) | |
AUTHOR
Sishuder asthma o tar chikitsa babosthapona(Childhood asthma & it’s management) - 2003 | |
Step on to Paediatrics - 2010 |
PUBLICATIONS
Over 100 medical publication in renowned local and international journals | |
AWARDS
Dhiraj Bhattachariya Award, Keshobpur, Jessore, 2005 for performance in health care | |
SOCIAL WORK
Founder of Amena-Sahadat Foundation (2008) | |
Activities
Health care : free consultation and free medicine | |
Educational support: Scholarship to poor meritorious students | |
Tree plantation | |
Support to the victims of natural calamities | |
Marital support to orphans | |