
Home শিক্ষক / Teacher > প্রবোধ কুমার মিত্র / Proboth Kumar Mitra (1915-1971)
এই পৃষ্ঠাটি মোট 99984 বার পড়া হয়েছে
প্রবোধ কুমার মিত্র / Proboth Kumar Mitra (1915-1971)
প্রবোধ কুমার মিত্র
Proboth Kumar Mitra
Home District: Jessore, Manirampur
Proboth Kumar Mitra
Home District: Jessore, Manirampur
প্রবোধ কু

নিজ এলাকায় কোন হাই স্কুল না থাকায় প্রবোধ কুমার মিত্র ময়মনসিংহের মুক্তাগাছায় অধ্যায়ন করতে যান এবং সেখান থেকে অপমানজনক পরিস্থিতির সম্মুখিন হয়ে ফিরে এসে বিনোদপুর “বসন্ত কুমার হাই স্কুল” থেকে ১৯৩১ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। ১৯৩৪ সালে তিনি তৎকালীন হিন্দু একাডেমী (বি, এল কলেজ) থেকে প্রথম বিভাগে আই, এ এবং ১৯৩৭ সালে কৃতিত্বের সাথে বি, এ পাশ করেন।
ছাত্রজীবনে তিনি নিজের লেখাপড়ার সমস্যার কথা চিন্তা করেই কর্মজীবনে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন ‘ঢাকুরিয়া-প্রতাপকাঠি বিদ্যালয়টি’ এবং এখানেই তাঁর কর্মজীবনের সূচনা হয়। অত্যাধিক মেধা সম্পন্ন এই ব্যক্তিত্ব জীবনে ব্যাপক সুযোগ থাকা সত্বেও সমস্ত মোহকে জলাঞ্জলী দিয়ে ১৯৩৯ সালে নিজ প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।
এই বিদ্যালয়কে গড়ে তোলার জন্যে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা, নিজস্ব ধন সম্পদ বিদ্যা-বুদ্ধি দিয়ে এই সাধারণ পল্লী বিদ্যালয়টিকে হাই স্কুলে উন্নীত করে এলাকার শিক্ষা বিস্তারের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। ১৯৩৯ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ ত্রিশ বৎসরকাল সময় তিনি প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ের সেবা করেন।
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই এলাকা যখন জনশুন্যে পরিণত হয় তখনো তিনি স্কুলের মায়ায় এলাকা ছেড়ে চলে যাননি। ছাত্র/শিক্ষকহীন এই বিদ্যালয়কে আঁকড়ে পড়েছিলেন। পাক-সেনারা যখন এলাকায় আবস্থান নেয় তখন তিনি স্কুল ত্যাগ করতে বাধ্য হন। বিদ্যালয় ত্যাগ করার পূর্ব মূহুর্তে তিনি বিদ্যালয়ের প্রতিটি ইট, বালুকণা ষ্পর্শ করে বিদ্যালয়কে প্রণাম করে বিদায় গ্রহণ করেন। দিনটি ছিল ১৯৭১ সালের এপ্রিল মাসের পাঁচ তারিখ। ঐ দিনই তিনি পাক বাহিনী কর্তৃক মনিরামপুর বাজারের নিকটবর্তী এলাকায় নৃশংশভাবে নিহত হন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, ব্যক্তিত্ববান কর্মপুরুষ।
তথ্যসূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহি
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বোশেষ আপডেট:
মার্চ ২০১২