
Home শিক্ষক / Teacher > অধ্যাপক নূর মোহাম্মদ মিঞা / Professor Nur Mohammad Mian (1920)
এই পৃষ্ঠাটি মোট 100018 বার পড়া হয়েছে
অধ্যাপক নূর মোহাম্মদ মিঞা / Professor Nur Mohammad Mian (1920)
অধ্যাপক নূর মোহাম্মদ মিঞা
Professor Nur Mohammad Mian
Home District: Narail, Lohagara
Professor Nur Mohammad Mian
Home District: Narail, Lohagara
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিশাহপাড়া গ্রামের এক ধনাঢ্য পরিবারের ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। ইতনা হাইস্কুল থেকে ১৯৩৫ সালে ম্যাট্রিক পাশ করেন। কৃষ্ণনগর কলেজ ও কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বি.এ. পাশ করেন এবং এম. এ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৫০ সালের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৭১ সালের স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ খোলার পর তিনি ঐ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন। ঐ পদে প্রায় ৫ বছর কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন ও স্যার সলিমুল্লাহ ছাত্রাবাসের প্রভোস্ট ছিলেন। দীর্ঘ ৪০ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তিনি ছিলেন নড়াইল মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে নড়াইল ট্রেজারী ভেঙ্গে মুক্তিযোদ্ধারা অস্ত্র লুট করে নেয়। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যশোর সেনানিবাসসহ বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি বহু সমাজসেবামূলক কাজ করেছেন। লোহাগড়া কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। লোহাগড়ায় তিনি গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় কোটি টাকা ব্যয়ে শিক্ষা ট্রাস্ট গঠন করেন। পরবর্তীতে শিক্ষাট্রাস্টটি ‘‘নূরমোহাম্মদ শিক্ষাট্রাস্ট’’ নামে নামকরণ করা হয়। নড়াইল জেলায় বিশেষ করে লোহাগড়া উপজেলার বহু লোককে চাকরির ব্যবস্থা করেছেন। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও জননেতা শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট বন্ধু। কোলকাতায় ছাত্র থাকাকালীন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এক ফজলুল হক, নেতাজী সুবাস বসু সহ অনেক খ্যাতিমান ব্যক্তির সান্নিধ্যে আসেন। বিশ্বের বহু দেশে সরকারী ও বেসরকারীভাবে তিনি সফর করেছেন। বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা তিনি। তিন ছেলে ও দুই মেয়ের পিতা তিনি। ছেলেরা যুক্তরাষ্ট্রে উচ্চ পদে কর্মরত আছে।
তথ্য সূত্র :
নড়াইল জেলার অতীত ও বর্তমান
লেখক : আকরামুজ্জামান মিলু
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বোশেষ আপডেট:
মার্চ ২০১২