
Home শিক্ষক / Teacher > অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান / Professor Md. Mostafizur Rahman (1939)
এই পৃষ্ঠাটি মোট 99923 বার পড়া হয়েছে
অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান / Professor Md. Mostafizur Rahman (1939)
অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান
Professor Md. Mostafizur Rahman
Home District: Jessore
Professor Md. Mostafizur Rahman
Home District: Jessore

১৯৫৪ সালে যশোর মুসলিম একাডেমী স্কুল থেকে ১ম বিভাগের ম্যট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৬ সালে যশোর এম. এম. কলেজ থেকে ১ম বিভাগের আই এ পাশ করেন। মেধাতালিকায় ছিলেন ষষ্ঠ। একই কলেজ থেকে ২ বিভাগে বি. এ. পাশ করেন ১৯৫৮ সালে। মেধাতালিকায় ছিলেন তৃতীয়। ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণী নিয়ে অর্থনীতিতে এম. এ পাশ করেন। পেশাগতজীবন শুরু হয় ১৯৬০ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে। ১৯৬২ সালের জানুয়ারী মাসে এম. এম. কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালে এম. এম. কলেজে সরকারীকরণের পর সহকারী অধ্যাপক হিসেবে আ্ত্মীকৃত হন। ১৯৮৬ সালে সহযোগী অধ্যাপক পদে এবং ১৯৯০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নীত হন। দীর্ঘ ২৬ বছর এম. এম. কলেজে অধ্যাপনা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে সরকারী কে. এম. এইচ. কলেজ কোটচাঁদপুরে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে যশোর সিটি কলেজ জাতীয়করণের পর তিনি প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৯২ সালে তিনি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে সচিব হিসেবে যোগদান এবং প্রায় ১ বছর একই সাথে সচিব ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণের পূর্বে তিনি পুনরায় সরকারী যশোর কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে তিনি সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।
জনাব রহমান অর্থনীতি বিষয়ের উপর একাধিক গ্রন্থের প্রণেতা। গ্রন্থগুলি হচ্ছে:
আধুনিক অর্থনীতি (স্নাতক শ্রেণীর জন্য)
বাংলাদেশের অর্থনীতি (স্নাতক পাশ ও সম্মান শ্রেণীর জন্য)
উচ্চ মাধ্যমিক অর্থনীতি (একাদশ মানবিক শ্রেণীর জন্য)
উচ্চ মাধ্যমিক অর্থনীতি (একাদশ বাণিজ্য শ্রেণীর জন্য)
১৯৮৮ ও ১৯৯২ সালে পরপর দুইবার জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত হন। স্কাউটিং সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগতজীবনে তিনি দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক। প্রথম কন্যা মিসেস শামিমা পারভীন। যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
তথ্য সূত্র:
সাক্ষাৎকার
সর্বোশেষ আপডেট:
মার্চ ২০১২