
Home শিক্ষক / Teacher > প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার / Prof. D. Md. Abdus Sattar (1957)
এই পৃষ্ঠাটি মোট 100061 বার পড়া হয়েছে
প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার / Prof. D. Md. Abdus Sattar (1957)
প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার
Prof. D. Md. Abdus Sattar
Home District: Jessore, Monirampur
পা

প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার ১৯৫৭ সালের ৫ ফেব্রুয়ারী যশোর জেলার মনিরামপুর থানার চন্ডীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ ইব্রাহিম ও মাতা মরহুমা নূরজাহান বেগম।
শিক্ষাজীবন:
প্রফেসর সাত্তার নিজ গ্রামে স্কুলে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেন। ১৯৭৩ সালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি কৃতিত্ত্বের সাথে এস.এস.সি পাশ করেন। পরবর্তীতে এম.এম. কলেজ যশোর, সরকারী সিটি কলেজ যশোর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে পড়াশুনা করেন। ১৯৮২-৮৩ শিক্ষাবর্ষে ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৮৪ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি ডিগ্রী নেন। ১৯৮৮ সালে এখান থেকে ডক্টরেট ডিগ্রী সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮-৯৯ সালে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে গবেষণার কাজ করেন।
পেশাগত জীবন:
চাকরি জীবনে ড. সাত্তার প্রথমে ১৯৮৯ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। অতঃপর ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে নিয়োগ পান এবং ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি ১৯৯৬ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং যথাক্রমে ১৯৯৪ ও ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
সাংগঠনিক কর্মকান্ড:
শিক্ষাকতার পাশাপাশি প্রফেসর ড. সাত্তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহে বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. কে. কে. হলের সহকারী প্রভোস্ট, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হলের হাউজ টিউটর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, খালেদা জিয়া হলের প্রভোস্ট, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ এবং বায়োটেকনোলজী ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ০৭/০৪/০৯ ইং তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত ড. সাত্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। ড. সাত্তার চুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অধূনালুপ্ত বি.আই.টি শিক্ষক ফেডারেশনের কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক ক্যাটাগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেশকিছু সামাজিক ও পেশাজীবি সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এর মধ্যে রসায়ন সমিতির আজীবন সদস্য এবং সোসাইটি ফর ফার্মাসিউটিক্যালস অব প্রফেশন্যালস এর কার্যনির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য।
গবেষণা:
ড. সাত্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্ব পর্ষদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্লানিং কমিটি, ওয়ার্কস কমিটি, অর্থ কমিটি, একাডেমিক কাউন্সিল এবং অনুষদীয় কমিটি এর মধ্যে অন্যতম। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বের পাশাপাশি কুয়েটের সিন্ডিকেট সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন।
শিক্ষকতার পাশাপাশি ড. সাত্তার একজন সফল গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কয়েকটি গবেষনা প্রকল্পের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব সম্পন্ন করেছেন। বেশ কিছু ছাত্র/ছাত্রী তাঁর অধীনে এম.ফিল ও পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে ডিগ্রী অর্জনের লক্ষ্যে সরাসরি তাঁর তত্ত্বাবধানে গবেষণায় নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ড. সাত্তারের প্রায় পঞ্চাশটির মত গবেষণা পত্র রয়েছে। ড. সাত্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদের পাশাপাশি উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের দায়িত্বও পালন করছেন।
তথ্য সংগ্রহে:
ইকরামুল বাসার লিটন
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বোশেষ আপডেট:
অক্টোবর ২০১১