
Home ব্যবসায়ী / Businessman > কাজী সলিমুল হক কামাল / Kazi Salimul Haque Kamal (1951)
এই পৃষ্ঠাটি মোট 100065 বার পড়া হয়েছে
কাজী সলিমুল হক কামাল / Kazi Salimul Haque Kamal (1951)
কাজী সলিমুল হক কামাল
Kazi Salimul Haque Kamal
Home District: Magura

তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব সলিমুল হক। প্রথমবার নির্বচিত হন ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদের উপ-নির্বাচনে। দ্বিতীয়বার নির্বাচিত হন ১৯৯৬ এর ৬ষ্ঠ জাতীয় সংসদে। সর্বশেষ ২০০০ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম. বি. এ. পাশ করেন।
জনাব সলিমুল হক এদেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সদস্য। শিল্পখাতে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এলামনি তাঁকে পুরষ্কৃত করেন। শিক্ষা প্রসারেও তাঁর ভূমিকা রয়েছে। এলাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন কাজী সালিমা হক মহিলা মহাবিদ্যালয় ও কাজী সালিমা হক মাধ্যমিক বিদ্যালয়। জনাব হক বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি কাজী আকরামুল হক ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ঢাকা রেনাল্ড সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। যুক্তরাজ্য, জার্মানি, সুইজাল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মলোয়শিয়া, ভারতসহ ব্যাপক বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জনাব সালিমুল হক এক পু্ত্র ও দুই কন্যা সস্তানের জনক।
তথ্য সংগ্রহ:
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
অক্টোবর ২০১১