
Home সাংবাদিক / Journalist > এম আহমদ আলী / M. Ahmed Ali (1905-1991)
এই পৃষ্ঠাটি মোট 99874 বার পড়া হয়েছে
এম আহমদ আলী / M. Ahmed Ali (1905-1991)
এম. আহমদ আলী
M. Ahmed Ali
Home District: Jessore, Chowgacha
সাংবাদিক, কবি ও লেখক এম আহমদ আলী সাহিত্যরত্ন এর জন্ম ১৯০৫ সালে যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে। গ্রাম্য মক্তবে পাঠ শেষে ১৯২১ সালে যশোর জিলাস্কুল থেকে জিটি পাশ করে শিক্ষকতা পেশায় নিয়োজিত। এসময় তিনি দেশের বিভিন্ন স্থানে ২০টির অধিক প্রাথমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাঁর শিক্ষকতা পেশা ছিল ১৯৫৭ সাল পর্যন্ত। এসময় যশোর অঞ্চলে তিনি ‘ওস্তাদজি’ হিসেবে সমধিক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি যশোর শহরে চলে আসেন এবং মরহুম ওয়াহেদ আলী আনছারী কর্তৃক প্রকাশিত ‘যশোর গেজেট’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর কিছুদিন পর তিনি ‘মাসিক নকীব’ প্রকাশ করেন। ষাটের দশকে আয়ুব খানের মার্শাল ল জারি হলে ‘মাসিক নকীব’র প্রকাশনা বন্ধ হয়ে যায়। এ সময় তিনি মাওলানা আকরাম খাঁ সম্পাদিত ‘দৈনিক আজাদ’ এর যশোর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৮ সালে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক জনবার্তা’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন এম আহমদ আলী। ১৯৭২ সালে এই পদ থেকে অবসর এবং সাংবাদিকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি। মহান এই সাংবাদিক ২০০৬ সালে চৌগাছা উপজেলা পরিষদ কর্তৃক সাংবাদিকতায় মরনোত্তর স্বর্ণপদক লাভ করেন। তাঁর প্রকাশিত ও সম্পাদিত বই এর সংখ্যা প্রায় ১৫। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘পাক যশোরের কাব্যে ভূগোল, ‘কাব্যে কোরান (আমপারা), ‘রচনা সঞ্চালন’ (১৯৬২), ‘জ্ঞান সঞ্চায়ন’ (১৯৬০), ‘ছোটদের বিজ্ঞান’ (১৯৬৫), ‘ফাগুন এসেছে ফিরে’। বাংলা একাডেমীস্বীকৃত কবি ও সাংবাদিক হিসেবে তিনি ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি কল্যাণভাতা ভোগ করেন। বিবাহিত জীবনে তিনি ছয় সন্তানের জনক ছিলেন। এঁদের মধ্যে দ্বিতীয় পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শওকত আলী যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। মহান সাংবাদিক, কবি ও লেখক এম আহমদ আলী সাহিত্যরত্ন ১৯৯১ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক