
Home সাংবাদিক / Journalist > তৌহিদুর রহমান / Touhidur Rahman (1936)
এই পৃষ্ঠাটি মোট 99859 বার পড়া হয়েছে
তৌহিদুর রহমান / Touhidur Rahman (1936)
তৌহিদুর রহমান
Touhidur Rahman
Home District: Narail
সাংবাদিক, আইনজীবী মো. তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন মাগুরা মহাকুমার শালিখা থানার পুলুম গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নড়াইলের বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের এক বর্ধিষ্ণু পরিবারে। পিতা মরহুম আলহাজ শাহিদা খাতুন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে ১৯৬৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পাশাপাশি ১৯৬০ সাল থেকে এসোসিয়েটেড প্রেস (এপিপি) বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ৩৫ বছর তিনি এই পেশায় নিয়োজিত ছিলেন। ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর তাঁরই উদ্যোগে প্রতিষ্ঠিত। অনংখ্য স্থানীয়, ও জাতীয় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পৃক্ত হয়ে মানব সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তৌহিদুর রহমান।
সংগ্রহ:
সিদকার খালিদ