
Home সাংবাদিক / Journalist > এসকেএম জমির আহমেদ টুন / SKM Jamir Ahmed Tune (1934)
এই পৃষ্ঠাটি মোট 99898 বার পড়া হয়েছে
এসকেএম জমির আহমেদ টুন / SKM Jamir Ahmed Tune (1934)
এসকেএম জমির আহমেদ টুন
SKM Jamir Ahmed Tune
Home District: Jessore
সাংবাদিক এসকেএম জমির আহমেদ টুন যশোরে ১৯৩৪ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ ডা. জবেদুর রহিম এবং মাতার নাম মরহুমা শাহীদা রহিম। দি ডেইলি মর্নিং নিউজ এ ১৯৬২ সালে যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় প্রবেশ। এ পদে ১৯৭৪ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ১৯৭৪ সালে দি ডেইলি বাংলাদেশ টাইমস এ একই পদে যোগদান। ১৯৯৬ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ১৯৯৬ সালে যোগদেন দি ডেইলি বাংলাদেশ অবজারভার এ যশোর জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে ২০১০ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়াকালীন এই পদে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্রে কাজ করার পাশাপাশি এসকেএম জমির আহমেদ টুন বাংলাদেশ বেতার এ ১৯৮৩ সালে যোগ দিয়ে এখনও সেখানে যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসকেএম জমির আহমেদ টুন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথেও যুক্ত। তিনিবাংলাদেশ সাংবাদিক সমিতি জাতীয় পরিষদের সহসভাপতি এবং প্রেসক্লাব যশোর এর সভাপতি হিসেবে চারটার্ম দায়িত্ব পালন করেছেন। যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) এর সভাপতি, যশোর জেলা কম্যুউনিস্ট পুলিশিং সমন্বয় পরিষদ এর আহবায়ক, গভার্ণেন্স কোয়ালিশন যশোর জেলা শাখার সভাপতি, গোপ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, চাঁদেরহাট যশোর জেলা শাখার প্রধা উপদেষ্ঠার দায়িত্ব পালন করছেন বর্ষীয়ান এই সাংবাদিক। এছাড়া, তিনি শিশু নিলয় এর সাবেক সভাপতি।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক