
Home সাংবাদিক / Journalist > শহীদ শেখ হাবিবুর রহমান / Shahid Sheikh Habibur Rahman
এই পৃষ্ঠাটি মোট 99845 বার পড়া হয়েছে
শহীদ শেখ হাবিবুর রহমান / Shahid Sheikh Habibur Rahman
শহীদ শেখ হাবিবুর রহমান
Shahid Sheikh Habibur Rahman
Home District: Jhenaidah
Shahid Sheikh Habibur Rahman
Home District: Jhenaidah
শহীদ শেখ হাবিবুর রহমান ছিলেন তৎকালীন মফস্বল সাংবাদিকতার প্রাণপুরুষ। ঝিনাইদহ তথা এতদাঞ্চলের স্থানীয় সমস্যাকে জাতীয় দৈনিকের পাতায় নিয়ে এসে অনেক স্থানীয় সমস্যার সমাধান করেছিলেন। ঝিনাইদহ প্রেসক্লাব গঠন এবং সভাপতি হিসেবে দীর্ঘদিন তিনি এই ক্লাবের দায়িত্ব পালন করেছেন। শেখ হাবিবুর রহমান সাংবাদিকতা শুরু করেছিলেন ১৯৫০ সালে দৈনিক আজাদ এর মাধ্যমে। দীর্ঘ ২০ বছর তিনি তিনি এ পত্রিকার ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে চাকরির মধ্য দিয়ে কর্মজীবন শুরু করা শেখ হাবিবুর রহমান মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার মুক্তির সুতীব্র আকাঙ্খা নিয়ে। মহান এই যোদ্ধা নিজের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। শহীদ শেখ হাবিবুর রহমানের দুই পুত্র এবং তিন কন্যা জীবিত আছেন। এঁদের মধ্যে প্রথমপুত্র মিজানুর রহমান ঝিনাইদহ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার প্রকাশক-সম্পাদক। দ্বিতীয়পুত্র ওয়াসিকুর রহমান ব্যাংকার। শুধু সাংবাদিকতাই নয়, শহীদ শেখ হাবিবুর রহমান এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ প্রতিষ্ঠালগ্নে ১৯৬০ সালে ১০বিঘা জমি দা করেন তিনি। সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী তাঁকে মরনোত্তর সম্মাননা জানায় ১৯৭৮ সালে।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক