
Home সাংবাদিক / Journalist > কালী কিংকর মন্টু / Kali Kinkar Ghosh (1942-1991)
এই পৃষ্ঠাটি মোট 99922 বার পড়া হয়েছে
কালী কিংকর মন্টু / Kali Kinkar Ghosh (1942-1991)
কালী কিংকর মন্টু
Kali Kinkar Ghosh
Home District: Jhenaidah
বর্তমান ঝিনাইদহ জেলার চাপড়ী গ্রামে ১৯৪২ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন সাংবাদিক কালি কিংকর মন্টু। তাঁর পিতা স্বর্গীয় শ্রীবৎস বিশ্বাস। মাধ্যমিক স্তরে লেখাপড়া করেছেন কুষ্টিয়া মাছপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। সর্বশেষ যশোর ল কলেজ থেকে আইনের উপর ডিগ্রি লাভ করেন। আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায়ও নিয়োতিজ ছিলেন। তিনি ছিলেন জাতীয় দৈনিক সংবাদ এর ঝিনাইদহ মহকুমা প্রতিনিধি। এছাড়া, তাঁর প্রকাশিত ও সম্পাদিত কাগজ হল জনমত এবং নবগঙ্গা। ছাত্রজীবন থেকেই বামপন্থার প্রতি ব্যাপক ঝুকে পড়েছিলেন তিনি। এসময় যুক্ত হন প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে। কিন্ত, স্বাধীনতার পর রাজনৈতিক ক্ষয়িষ্ণুতার যুগে নিজেকে এ পথ থেকে দূরেই রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নোটারি পাবলিক হিসেবে কর্মরত ছিলেন।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক