
Home সাংবাদিক / Journalist > বিমল কুমার ঘোষাল / Bimal Kumar Ghoshal (1943)
এই পৃষ্ঠাটি মোট 99903 বার পড়া হয়েছে
বিমল কুমার ঘোষাল / Bimal Kumar Ghoshal (1943)
বিমল কুমার ঘোষাল
Bimal Kumar Ghoshal
Home District: Jhenaidah
সাংবাদিক বিমল কুমার ঘোষাল এর জন্ম ১৯৪৩ সালের ৪ এপ্রিল ঝিনাইদহে। তাঁর পিতার নাম স্বর্গীয় মুরারি মোহন ঘোষাল। ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর তিনি ঝিনাইদহ ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৮০ সালে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে ২০০৩ সালের ২০ এপ্রিল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। বিমল কুমার ঘোষালের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে। তিনি ১৯৬২ সালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক পয়গাম’ এর ঝিনাইদহ মহকুমা প্রতিনিধি নিযুক্ত হন। ১৯৬৩ সালে দি মর্নিং নিউজ এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি একইসাথে দুটি পত্রিকায় কাজ করেন। ১৯৭২ সালে এই দুটি পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেলে সাংবাদিকতা পেশা একপ্রকার বন্ধ হয়ে যায় তাঁর। এ সময় সংবাদ এর প্রতিনিধি কালি কিংকর মন্টুন সম্পাদনায় ঝিনাইদহ থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতা পত্রিকায় ১৯৭৪ সাল পর্যন্ত সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথমে ঝিনাইদহ প্রেসক্লাবের সহসভাপতি পরে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির ঝিনাইদহ মহকুমা শাখার সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। বতমানে তিনি দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত। সাংবাদিকতা, শিক্ষকতা ছাড়াও বিমল কুমার ঘোষাল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
সংগ্রহ:
সিদকার খালিদ
সাংবাদিক