
Home সাংবাদিক / Journalist > শশাঙ্ক সেন গুপ্ত / Shashank Sen Gupta (1948)
এই পৃষ্ঠাটি মোট 99847 বার পড়া হয়েছে
শশাঙ্ক সেন গুপ্ত / Shashank Sen Gupta (1948)
শশাঙ্ক সেন গুপ্ত
Shashank Sen Gupta
Home District: Jhenaidah
সাংবাদিক শশাঙ্ক সেন গুপ্ত ১৯৪৮ সালের ১ জানুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম স্বর্গীয় নৃপেন সেনগুপ্ত এবং মাতা স্বর্গীয় কমলা সেনগুপ্ত। দৈনিক পাকিস্তান পত্রিকার মাধ্যমে ১৯৬৫ সালে তাঁর সাংবাদিকতা শুরু। পরবর্তীকালে সাপ্তাহিক পূর্বদেশ এর নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেন। এর কিছুদিন পর দৈনিক পাকিস্তান অবজারভার এর নিজস্ব প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। ১৯৭২ সাল পর্যন্ত তিনি উক্ত পত্রিকায় কর্মরত ছিলেন। একই সময় তিনি ঝিনাইদহ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। শশাঙ্ক কুমার মন্টু সাংবাদিকতা শুরুর আগে ১৯৫৭ সালে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেছিলেন। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি বিভিন্ন নাটক ও সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অঙ্গন থেকে ছিনিয়ে নিয়ে এসেছের একাধিক পুরষ্কার।
সংগ্রহ:
সিদকার খালিদ
সাংবাদিক
সংগ্রহ:
সিদকার খালিদ
সাংবাদিক