
Home সাংবাদিক / Journalist > আব্দুল হাসিব / Abdul Hasib (1912-2009)
এই পৃষ্ঠাটি মোট 99948 বার পড়া হয়েছে
আব্দুল হাসিব / Abdul Hasib (1912-2009)
আব্দুল হাসিব
Abdul Hasib
Home District: Jessore
সাংবাদিক আব্দুল হাসিবের জন্ম ১৯১২ সালের ১২ নভেম্বর বাংলা ২৭ কার্ত্তিক আসামের করিমগঞ্জে। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স পাশ করার পর সক্রিয় রাজনীতির চাপে পড়ে মাস্টার্স শেষ করতে পারেননি। এসময় তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থেকে জোতদার এবং বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরে আসাম মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে টাইটেল পাশ করেন। আব্দুল হাসিব প্রগতিশীল রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলেন ১০৭০ সাল পর্যন্ত। যশোরে স্থায়ী নিবাস গড়ে তোলার পর রাজনীতির পাশাপাশি ৬০ এর দশকে তিনি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি ছিলেন দি ডেইলি অবজারভার এর যশোর জেলা প্রতিনিধি। তিনি সমাচার সমীক্ষা নামে একটি পত্রিকার সম্পাদকও ছিলেন। যশোরের আরো একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক লোকসমাজ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল হাসিব। ২০০৯ সালের ৪ জানুয়ারি ৯৭ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। আতৃত্যু তিনি ছিলেন ঐতিহ্যবাহী যশোর ইন্সটিটিউটের সদস্য। মরহুম আব্দুল হাসিবের ৯ সন্তানের মধ্যে ৬ মেয়ে ৩ ছেলে। বড়ছেলে আবু বক্কার জাফর উ দ্দৌলা ১৯৭৫ সালে রক্ষীবাহিনীর হাতে খুন হন। তাঁর এক কন্যা নার্গিস বেগম যশোর সরকারি সিটি কলেজে শিক্ষকতা করতেন। এখানে তিনি অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জামাতা তরিকুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের একাধিকবার সদস্য ছিলেন।
সংগ্রহ:
সিদকার খালিদ
সাংবাংদিক