
Home সাংবাদিক / Journalist > আফজাল আহম্মেদ সিদ্দিকী / Afzal Ahmed Siddiqui (1932-2008)
এই পৃষ্ঠাটি মোট 99892 বার পড়া হয়েছে
আফজাল আহম্মেদ সিদ্দিকী / Afzal Ahmed Siddiqui (1932-2008)
আফজাল আহম্মেদ সিদ্দিকী
Afzal Ahmed Siddiqui
সাংবাদিক আফজাল আহম্মেদ সিদ্দিকীর জন্ম ১৯৩২ সালের ১৮ ফেব্রুয়ারি। তাঁর পিতার নাম মরহুম কায়ছার আহম্মেদ, মাতা মরহুমা জিন্নাতুন নেছা। ইত্তেফাক এর মাধ্যমে ৫০ এর দশকে সাংবাদিকতা শুরু। যা অব্যাহত ছিল ৭০ এর দশক পর্যন্ত। ৮০ এর দশকে ফের সাংবাদিকতা শুরু করেন দৈনিক ঠিকানার মাধ্যমে। ১৯৭৩ সালে সাংবাদিকতাকালীন রক্ষীবাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হলে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০০৮ এর ২৩ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিকতার পাশাপাশি জীবন বীমা কর্পোরেশনের যশোর ও নড়াইল শাখার দায়িত্বে ছিলেন।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক