
Home সাংবাদিক / Journalist > ইয়াকুব আলী / Yakub Ali (1926)
এই পৃষ্ঠাটি মোট 99826 বার পড়া হয়েছে
ইয়াকুব আলী / Yakub Ali (1926)
ইয়াকুব আলী
Yakub Ali
Home District: Jessore
১৯২৬ সালে যশোরের শাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিক ইয়াকুব আলী। তাঁর পিতার নাম মরহুম রহিম বক্স। ষাটের দশকে সাংবাদিকতায় জড়িত ইয়াকুব আলী শাহনেওয়াজ, সংগ্রাম এবং ইত্তেফাক এ কাজ করেছেন। সাপ্তাহিক চাষী নামে তিনি একটি পত্রিকাও প্রকাশ করেন। সাংবাদিকতার পাশাপাশি ইয়াকুব আলী ৬৪ সাল থেকে ২ বার যশোর পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে জনসেবা করেছেন।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক