
Home সাংবাদিক / Journalist > আব্দুস সালাম বিশ্বাস / Abdus Salam Biswas (1943-1991)
এই পৃষ্ঠাটি মোট 99856 বার পড়া হয়েছে
আব্দুস সালাম বিশ্বাস / Abdus Salam Biswas (1943-1991)
আব্দুস সালাম বিশ্বাস
Abdus Salam Biswas
Home District: Jessore, Bahgarpara
সাংবাদিক আব্দুস সালাস বিশ্বাসের জন্ম যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপাল গ্রামে ১৯৪৩ সালে। তাঁর পিতা শহীদ আরশাদ আলী বিশ্বাস। মাতা মরহুম ছফুরা খাতুন ওরফে ধলা বড়ু। ’৬০-এর দশকের সাংবাদিকদের মধ্যে আব্দুস সালামের নাম বিশেষভাবে উল্লেখিত এই কারণে যে, তাঁর প্রকাশনা ও সম্পাদনায় সাপ্তাহিক মাতৃভূমি দেশের স্বাধীনতা সংগ্রামে এক অনন্য অবদান রাখতে সক্ষম হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ সংঘটিত করতে তিনি তাঁর পত্রিকায় জোরালো ভাষায় লেখালেখি করেন। ব্যক্তিগতভাবে আব্দুস সালাম নিজেও স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ‘৭১-এ মুক্তিযুদ্ধ শুরুর সাথে সাথেই আব্দুস সালাম ভারতে চলে যান। সেখানে বনগাঁয় তিনি ভলান্টিয়ার ইনচার্জ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর দেশে ফিরে ফের মাতৃভূমি’র প্রকাশনা শুরু করেন তিনি। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তিনি আর বেশিদূর এগুতে পারেননি। ’৮০ সাল পর্যন্ত কোনরকম পত্রিকার প্রকাশনা চালিয়েছিলেন তিনি। এরপর পত্রিকা ও প্রেস বিক্রি করে নিজগ্রাম ক্ষেত্রপালে চলে যান। শেষ জীবনে চরম অর্থসংকটে জীবিকার তাগিদে নারিকেলবাড়িয়া বাজারে মুদির দোকান দিতে বাধ্য হয়েছিলেন মহান এই সাংবাদিক। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯১ সালের ১ মার্চ পৃথিবী থেকে বিদায় নেন আব্দুস সালাম বিশ্বাস।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক