
Home সাংবাদিক / Journalist > আতিউর রহমান / Atiur Rahman (1936-2003)
এই পৃষ্ঠাটি মোট 99863 বার পড়া হয়েছে
আতিউর রহমান / Atiur Rahman (1936-2003)
আতিউর রহমান
Atiur Rahman
Home District: Jessore, Chowgacha
সাংবাদিক আতিউর রহমানের জন্ম যশোরের চৌগাছা উপজেলার পিতাম্বরপুর গ্রামে ১৯৩৬ সালে। পিতার নাম মরহুম মহর আলী এবং মাতা মরহুমা মোমেনা খাতুন। ষাটের দশকে সাংবাদিকতা শুরুর পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৫২ সালে যশোর জেলা ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এরপর দেশের নানা গণতান্ত্রিক আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আতিউর রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিল। ১৯৮৫ সালের ২৫ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি চৌগাছা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ’৯০-এর নির্বাচনে আওয়ামী লীগের একাংশের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আতিউর রহমান সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। তিনি ২০০৩ সালের ৩০ মে পৃথিবী থেকে বিদায় নেন।
সংগ্রহ:
সিকদার খালিদ
সাংবাদিক